পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g আর্য্য-নারী । সময় হইতে র্তাহার। আর কোন কর্তৃত্ব রহিল না। পাঠান রাজাদের সময় কখনো গৌড়, কখনো সুবর্ণগ্রাম, কখনো সপ্তগ্রাম বাঙ্গালার রাজধানী ছিল । মোগল শাসনকালে আকবরের শাসনকর্ত্তা রাজা মানসিংহ রাজমহলে রাজধানী স্থাপন করেন। কিছুকাল পরে পূর্ববঙ্গে পটুগীজ দস্যদের দমনের জন্য নবাব ইসলাম খাঁ ঢাকায় রাজধানী করিলেন। মুৱসিন্দকুলিখা নবাব হইয়া ভাগীরথীর তীরে মকসুদাবাদ নামক স্থানে রাজধানী করেন। নিজের নাম-অনুসারে তিনি এই স্থানের নাম পরিবর্তন করিয়া মুরাসিন্দাবাদ রাখিলেন। এই মুরাসিন্দাবাদই বাঙ্গালার নবাবদের শেষ রাজধানী । মুদ্রসিদকুলিখার পর তাহার জামাতা সুজাউদ্দিন এবং দৌহিত্র সরফরাজাখ পর পর বাঙ্গালার নবাব হন। সরফরাজের দুর্ব্যবহারে বিরক্ত হইয়া বাঙ্গালার জমিদারগণ আলিবাদীখাকে নবাব করলেন। আলিবর্দীর পরে তঁাহার দৌহিত্র সিরাজদ্দৌলা DLLBtKBDD DYDD মুশলমান আমলে বাঙ্গালা বহু পরগণায় বিভক্ত ছিল । এক বা অধিক পরগণা এক-একজন জমিদারের হাতে ছিল । এখনকার জমিদারেরা প্রজার নিকট হইতে কেবল নির্দিষ্টহারে খাজনা আদায় করিয়া কতক রাজসরকারে দেন, কতক নিজেরা ভোগ করেন । ইহা ভিন্ন প্রজার সঙ্গে জমিদারের শাসন সম্বন্ধে প্রজারা সম্পূর্ণরূপে ইংরেজরাজসরকারের অধীন। তখন TYL D D S BKK DBYY Kz DDSDD BBB