পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YeR च-मौ । মধ্যে বিরোধ উপস্থিত হইল। অন্যান্য ভ্রাতৃগণকে পরাজিত ও সপরিবারে নিহত করিয়া জ্যেষ্ঠ মোয়াজেম বাহাদুর সাহ নামে দিল্লীর সম্রাট হইলেন। DDDSDB BB DDBDB DDD SDDD BB BBS সে শক্তি আর নাই, সুতরাং মারাঠারা ক্রমে নিজেদের আধিপত্য দৃঢ় করিতে লাগিল। (8) সালাহু এতদিন মোগল শিবিরেই প্রতিপালিত হইতেছিলেন। তিনি এখন পূর্ণবয়স্ক যুবক। দুইজন সন্ত্রান্তবংশীয়া মারাঠা রমণীর সঙ্গে ঔরংজেব তঁাহার বিবাহ দিয়াছিলেন। বাল্যাবধি সাহু মোগল শিবিরের ভোগবিলাসমধ্যে যত্বে প্রতিপালিত সুতরাং কঠোর সামরিক শক্তির বিন্দুমাত্রও তাহার মধ্যে পরিস্ফুট হইতে পারে নাই। মোটের উপর তিনি নিতান্ত বিলাস-পরায়ণ কোমলপ্রকৃতির যুবক হইয়া উঠিয়াছেন। তার পর ঔরংজেব স্নেহে ও যত্নে তঁাহাকে প্রতিপালন করিয়াছেন, সুতরাং তঁাহার হৃদয়ে মোগলের প্রতি , শ্রদ্ধা ভালবাসা ও কৃতজ্ঞতা ব্যতীত দেশের ও জাতির শুক্র বলিয়া কোনরূপ বিদ্বেষভাব জন্মিতে পারে নাই। " বাহাদুর সাহ দেখিবোন, যুদ্ধে মারাঠা জাতিকে দমন করা অসম্ভব। সাহুকে যদি তিনি মারাঠাদেশের রাজা বলিয়া স্বীকার করিয়া মুক্তি দেন, তবে সাহু সহজেই তাহার অধীন