পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্য্য-নারী । মধ্যভারতে, কখনো উত্তরভারতে নানাস্থানে ঘুরিয়া নানাসাহেবের পক্ষে বিদ্রোহীদের সহায়তা ও তাহাদিগকে পরিচালনা করিতে লাগিলেন। বেতারের ক্ষত্রিয় জমিদার কুমারসিংহকে বিশ্বাস ষ গবর্ণমেণ্ট ধরিবার চেষ্টা করায় তিনিও নেতৃত্ব গ্রহণ করিলেন । অযোধ্যায় ৭. বিদ্রোহ পরিচালনা করেন। Aানের ন্যায় ঝান্সীতেও ইংরেজের সিপাহীরা উত্তেজিত, হুইয়া উঠিল । যদিও ইংরেজের প্রতি লক্ষীবাই যারপর-নাই অসন্তুষ্ট ছিলেন, তবু প্রতিশোধের জন্য প্রথমে তিনি সিপাহীদের সঙ্গে যোগ দেন নাই । সিপাঠীদের উত্তেজনার লক্ষণ টের পাইয়াই ঝাসীর ডেপুটি কমিশনার কাপ্তেন গর্ডন সাহেব স্ত্রীলোক ও বালক-বালিকপদের রক্ষার জন্য লক্ষীবাইএর সাহায্য প্রার্থনা করিলেন । রাণী আপন প্রাসাদে যত্নে ইহাদিগকে আশ্রয় দিলেন। সিপাহীরা বিদ্রোহী হইলে ইংরেজেরা ঝানসী দুর্গে গিয়া রহিলেন”। স্ত্রীলোক ও বালক-বালিকাদিগকেও রাণীর আশ্রয় হইতে দুর্গে নিয়া গেলেন। দুর্গেও দুই তিনদিন পর্য্যন্ত রাণী ইহাদিগের জন্য গোপনে রুটি পাঠাইতেন। ইহাদের রক্ষার জন্য তিনি গর্ডন সাহেবের নিকট কিছু সৈন্য সংগ্রহের অনুমতি চাহিলেন । কিন্তু সাহেব জানাইলেন এরূপ সাহায্যের কোন প্রয়োজন নাই । কিন্তু তাহারা দুৰ্গরক্ষা করিতে পারিলেন না। সিপাহীরা দুর্গ অধিকার করিয়া ইংরেজ স্ত্রীপুরুষ, বালক-বালিকা সকলকেই