পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

GbR আর্য্য-নারী । দিয়াছিলেন। শিবাজির খুষ্টতার উপযুক্ত প্রতিশোধ দিবেন বলিয়া বহু সৈন্য লইয়া আফজল খাঁ শিবাজির রাজ্য আক্রমণ করিলেন। পথে তিনি তুলজাপুর নামক কোন তীর্থ স্থানে ভবানীর মন্দির ধবংস করিয়া অনেক তীর্থযাত্রীকে হত্যা করিলেন। তারপর সে স্থান হইতে পণ্ডরপুর নামক আর এক তীর্থে গিয়াও অনেক দেবমন্দির নষ্ট করিলেন। শিবাজি যথাসময়ে এই ভীষণ ও নিদারুণ সংবাদ পাইলেন। ভগবতী ভবানী তার ইষ্টদেবী। হিন্দুর দেবতা ও ধর্ম্মরক্ষার জন্য স্বাধীন হিন্দুশক্তি স্থাপন তার জীবনের ব্রত। আজ বিধর্ম্মী শত্রুর হাতে ইষ্টদেবীর মন্দির ধ্বংস হইল, হিন্দুর দেবতা ও ধর্ম্মের এমন অবমাননা হইল, এই চিন্তায় সহস্ৰ বিষময় শেলে শিবাজির মর্ম্ম বিদ্ধ হইতে লাগিল। দেশে হিন্দু থাকিতে, হিন্দুর নেতৃত্বে ভবানীর বরপুত্র, ভবানীর চরণে আত্মবিকৃত দাস তিনি জীবিত থাকিতে, আজ ভবানীর এই অবমাননা, হিন্দুর দেবতা ও ধর্ম্মের এই লাঞ্ছনা ! रुि তাহার জীবনে ! ধিক হিন্দুর ধর্ম্ম গৌরবে ! এই অবমাননার প্রতিশোধের জন্য প্রত্যেক হিন্দুর সহস্র মরুণ কি বাঞ্ছনীয় নয় ? হিন্দুর হৃদয়-শোণিতের উষ্ণ তৰ্পণ ব্যতীত অবমানিত দেবতার রোষ, লাহিত দেবতার অভিশাপ কি আর কিছুতে দূর হইতে পরে ? চিন্তার তরঙ্গাভিঘাতে শিবাজির হৃদয়ে যেন মহাপ্রলয়ের কালাগ্নি জ্বলিয়া উঠিল। সে অগ্নি তাহার সহচর ও সৈন্যগণের হৃদয়ও প্রচণ্ডবেগে স্পর্শ করিল। t