পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লক্ষ্মীবাই। R8Q) মধ্যে রাণীর মনে যে প্রকৃত কি ইচ্ছা ও কি উদেশ্য হইতে পারে, তাহা নির্ণয় করা সুকঠিন । বিদ্রোহী সিপাহীর সহায়তায় আবার তাহার বাক্ষসী ফিরিয়া পাইতে পারেন। এরূপ কোন আশা বা ইচ্ছা তঁহার হইয়াছিল, রাণীর নিজের কথায় বা ব্যবহারে এরূপ কিছু প্রকাশ পায় নাই । বিপ্লবের মধ্যে ইংরেজের প্রতিনিধি স্বরূপ কানসীর শান্তি রক্ষা করাই ভঁাহার উদ্দেশ্য,-কান্সী গ্রহণ করিয়াই তিনি নিকটস্থ ইংরেজ রাজপুরুষকে এইরূপ লিখিয়া পাঠান। যত দিন তিনি বান্সী শাসন করেন, যখনই কোন গুরুতর রাজকার্য্য নির্বাহ করিতেন তখনি সে সংবাদ ইংরেজরাজপুরুষকে পাঠাইতেন। হইতে পারে, বিপ্লবের সুযোগে ঝানসী আপন হাতে ফিরিয়া আনাই তাহার প্রকৃত উদ্দেশ্য ছিল ; কেবল ভবিষ্যৎ ভাবিয়া ইংরেজ সরকারের সঙ্গে ভাব রাখিবার জন্যই তিনি যেন তাহাদের হইয়া কাজ করিতেছেন, ব্যবহারে এইরূপ দেখাইতেন -একথা সত্য হইলেও রাণীর রাজনৈতিক চতুরতা ও দূরদর্শিতা যে অসাধারণ ছিল, সে বিষয়ে আর সন্দেহ কি । * (8) অৱজ্য গ্রহণ করিয়া ৮।। ১০ মাস কাল রাণী অতি দক্ষতার সহিত রাজকার্য্য পরিচালনা করেন। একদিকে যেমন তাহার পুরুষোচিত সাহস, শক্তি, চতুরতা, দৃঢ়তা ও তেজস্বিতা