পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ty ● अॉर्थ-नांद्री । ( R ) পেশোয়া দ্বিতীয় বাজীরাও যখন রাজ্য হারাইয়া বিষ্ঠুরে গেলেন, পেশোয়ার ভ্রাতা চিমাজি আল্পা তখন কাশীতে গিয়া রহিলেন । মোরোপন্ত তাম্বে নামক কোন ব্রাহ্মণ ইহার দেওয়ান ছিলেন। তিনিও নিজ প্রভুর সঙ্গে সপরিবারে কাশীতে গেলেন। কাশীতে মোরোপন্তের একটি অতি সুন্দরী কন্যা হইল। কন্যার নাম তিনি মনুবাই রাখিলেন। বিবাহের পর এই বালিকাই লক্ষীবাই নামে প্রসিদ্ধ হন । মনুর যখন ৩৪ বৎসর বয়স, তখন চিমাজী আল্পার মৃত্যু হওয়ায় মোরোপন্ত বিস্তৃরে গিয়া বাজীরাও এর আশ্রয় গ্রহণ করেন। এই সময় মনুর মাতার মৃত্যু হয়। মাতৃহীন মনু পিতার বড় আদরের, বড় স্নেহের পাত্রী হইলেন। 'মনু দেখিতে বড় সুন্দর ছিলেন। স্বাভাবিক তেজস্বিতায় ও সরলতায় এই সৌন্দর্য্যে একটি উজ্জ্বল আভা ফুটিয়া উঠিত। বাজীরাও ও তাহার অনুচরগণ সকলেই মনুকে বড় স্নেহ করিতেন। স্বভাবতঃই মনুর হৃদয়ে তেজস্বিতা, নির্ভীকতা, দৃঢ়তা, ক্ষমতাপ্রিয়তা প্রভৃতি পুরুষোচিত গুণ ছিল। গৃহে স্ত্রীলোক না। থাকায় পুরুষের মধ্যেই মনু প্রতিপালিত হন। ইহাতে এই পুরুষোচিত গুণগুলিই তাহার মুধ্যে বিশেষ ভাবে বিকাশ পাইতে লাগিল । বাজীরাও এর সন্তান ছিল না । তিনি দুইটি দত্তকপুত্র গ্রহণ করিয়া বড়টির নাম নানাসাহেব এবং ছোটটির নাম