পাতা:আরোগ্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খিদে পেলে খুলীমত নিয়ে খাব, কিছু বলতে পাবে না। ঠাণ্ডা লাগবে বলে খোলা ছাতে শুতে দেয় না। বলে কি জানো ? শাস্তু অৰ্জ্জুনেরা শুক, তোর সইবে না । গরম লাগে তো ঘরে ফ্যান চলে, মেঝেতে শুয়ে থাকিবি । ঘাড় উচু করে তাকায় নিমাই। তার অহঙ্কার যেন কেশবকে চ্যালেঞ্জ করা, আমার সঙ্গে পারবে তুমি ? কেশব মোলায়েম কণ্ঠে বলে, বোস নিমাই । নিমাইকে পাশে বসিয়ে তার গায়ে হাত রেখে আরও মৃদু আরও স্নেহভরা সুরে জিজ্ঞাসা করে, বাড়ীর জন্য মন কেমন করে না রে ? নিমাই শুধু মুখ বাকায়। : মার জন্য বেশী মন কেমন করে, না ?

না, ছোট বোনটার জন্য । DDO BBB B BB uD BDDS S S DBBD DDB DBBDB DDS D DB ধীরে জলে ভরে ওঠে। টপ টপ করে ফোটা ফোটা জল পড়ে।

ঃ ছুটি নিয়ে গেলেই পারিস দেশে ? ৪ গিয়ে খাব কি ? ওরাই না খেয়ে মরছে। কেশব একটু কড়া সুরে বলে, সিগারেট খাস যে ? 8 किcन 6ड थांझे न । নিমায়ের পরণে হাফ প্যাণ্ট । নিজের কাপড় দিয়েই কেশব তার চোখ মুছিয়ে দেয়। শাস্তুর গলা শোনা যায় ; ও ডেরাইভার বাবু, হুজুর আজ খাবেন দাবেন না ? ছুটি মিলবেন গরীবের ? খেয়ে উঠে খবরের কাগজটা চেয়ে এনে কেশব শুয়ে শুয়ে কাগজ পড়ে