পাতা:আত্মচরিত (প্রফুল্লচন্দ্র রায়).djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লঘপোচ্য অথচ সস্বাদ খাদ্য প্রস্তুত করিয়া আনিয়াছিলেন। একথা আজ সকৃতজ্ঞ চিত্তে সমরণ করিতেছি। আমি কোন কোন অভিজাত ও ‘ফ্যাশনওয়ালা লোকদের সঙ্গে পরিচিত হইয়াছিলাম, এমন কি, কখন কখন বলনাচেও যোগ দিয়াছিলাম। আমার ভারতীয় পোষাক কধরা অনেকেই চাহিয়া লইত। একবার একজন উত্তর ভারতীয় মসলমান বন্ধ তাঁহার জমকাল পোষাক ও পাগড়ী বারা আমাকে সাজাইয়াছিলেন। তাহার ফলে আমি সকলেরই লক্ষ্যের বিষয় হইয়া দাঁড়াইয়াছিলাম। খুব সম্ভব লোকে আমাকে কোন ভারতীয় প্রিন্স বা রাজকুমার বলিয়া মনে করিয়াছিল। ফ্যাশনেবল সমাজের সঙ্গে পরিচিত হইতে গিয়া আমি দই একবার এইরুপ কঠিন পরীক্ষায় পড়িয়াছিলাম। যথাসময়ে আমি আমার থিসিস বা মৌলিক প্রবন্ধ দাখিল করিলাম, একটা বিষয়ে ব্যবহারিক পরীক্ষাও দিতে হইল। আমার পরীক্ষকগণ সন্তুষ্ট হইলেন এবং ‘ডক্টর উপাধির জন্য আমাকে সপোরিশ করিলেন। এরপে যে হইবে, তাহা পাব হইতেই আমি জানতিম। ঐ বৎসর আমিই একমাত্র ডক্টর উপাধি প্রাথী ছিলাম এবং অধ্যাপকদের সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগ ছিল। তাঁহাদের চোখের উপর তাঁহাদেরই পরিচালনাধীনে আমি রসায়ন শাসের কতদর অগ্রসর হইয়াছি এবং আমার মৌলিক গবেষণার মল্য কি, তাহা তাঁহারা ভালই জানিতেন। এই সময়ে রসায়নশাস্ট্রের প্রতি আমি এতদর অনরন্ত হইয়াছিলাম যে, আমি আরও এক বৎসর এডিনবাগে থাকিয়া মনোমত উহার চর্চা করিব, স্থির করিলাম। আমি হোপ প্রাইজ স্কলারশিপ পাইয়াছিলাম, গিলক্লাইণ্ট এনডাউমেপ্টের ট্রাটিরাও আমার বত্তি শেষ হইলে আরও ৫০ পাউণ্ড আমাকে সানন্দে পরস্কার দিয়াছিলেন। তখনকার দিনে বিজ্ঞানে ডক্টর উপাধি খুব কম লোকেই পাইত, এখনকার মত তাহদের সংখ্যা এত ধেঙ্গী ছিল না। সমাজে আমার একট প্রতিষ্ঠা হইল বলিয়া আমার বোধ হইল। বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল সোসাইটীর ভাইস প্রেসিডেন্ট নিবাচিত হইলাম এবং ে প্টর (অধ্যাপক ক্লাম ব্রাউন) অনুপস্থিতিতে সভায় আমিই সভাপতির আসন গ্রহণ করিতাম।* আমার ছয়মাস পাবে ওয়াকার “ডক্টর উপাধি পাইয়াছিলেন। তিনি তখন হইতেই ফিজিক্যাল কেমিস্ট্রির প্রতি আকৃষ্ট হইয়াছিলেন। ঐ বিজ্ঞানের তখন কেবল চচা সর হইয়াছিল। ওয়াকার জামানীতে গিয়া ফিজিক্যাল কেমিস্ট্রির তিনজন প্রবতীকের অন্যতম অসটোরান্ডের मिको করিয়াছিলেন। উক্ত বিজ্ঞানের অন্য দুইজন প্রবতীকের নাম—ভাণ্ট হফ এবং জারেনিয়াসী জামর্শনী হইতে প্রত্যাগমন করিয়া তিনি ইংলন্ডে ফিজিক্যাল কেমিস্ট্রি চর্চার প্রধান প্রৰতক হইয়া দাঁড়াইয়াছিলেন। গ্লাসগোর অধ্যাপক ডিটমার, এক সময়ে কাম রাউনের সহকারী ছিলেন। তিনি আমাদের লেবুরটরী পরিদর্শন করিতে প্রায়ই জাসিতেন। আমি তাঁহাকে একবার জিজ্ঞাসা করি, আমিও ফিজিক্যাল কেমিস্ট্রির চর্চা আরম্ভ করিব কি না ? ডিটমার উত্তর দেন—“আগে কেমিক্যাল কেমিষ্ট হও!” び*ーゞbba-bbs * الضا এডিনবাগা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল সোসাইটির কমাধ্যক্ষগণ প্রেসিডেণ্ট—প্রোঃ এ, কাম রাউন, এফ, আর, এস। - DB BuS D DD DS uS BBB BBBB BBS DDS কোষাধ্যক্ষ—হিউম্যারশাল यज्ञद्वप्रैग्नौ-त्रानष्ठ फिर । বি,এস-সি। লাইব্রেরিয়ান-লিওনার্ড ডবিন, পি-এইচ.ডি, এফ, আর, এম, ই. এফ, আই, সি। SuBBB BBBBDSDS BBS BBS DS DS DS DS DS BBS BS BBS BBBB निर्पर्शनं; ज; शिवनम नि-4दे, छि, अक, आग्न, अन, ऐ, अक्ष, चाहे, र्णि; ७, थापा । .