পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ, ১৩২০ । ভুস্বর্গে কয়েকটি দিন। ENS . DDBD DDESS BBB DBtSBBSgDD BDBS iuBDD DDDBS ভারতের সেই পুরাণ ছাচে ঢালা, মহামনা রাজার মতই ঠিক ! মনে আঁকা সেই সহাস্যমুখ, আপ্যায়ন আর বিনয় আদর যত, DDDBD DtLYYBDKSBDDBLB KBDSDBO KL DB KDBDB DBBDBD S দু’টি মাসের, সুধুই দু’টি মাসের, সুখের ক্ষুদ্র শারদ প্রবাস যাপন, হারুণ-অল-রাসীদের যুগে যেন, দেখেছিলাম বেগ দাদি এক স্বপন ! ভিড়ছে এমনি ঘাটে ঘাটে তরী, বরফ পড়া সুরু কেবল তখন, নীল পাহাড়ের উচু চুড়ায় চুড়ায় ধবল শোভার প্রথম সম্ভাষণ। তুষার-কিরীটি গিরির দু’টি বেড়া, মাঝে গেছে বিতস্তাটি বেঁকে, তারই উপর ভাসছি তরী। ল’য়ে জাফরাণের স্ত্রাণ আসে থেকে থেকে। “ডল’-হ্রদে শিকারা-ডিঙ্গায় বাচ লাগিয়ে যেতাম দিনের মত, পদ্ম-দলে কলহংস-কেলি, তীরে ফলাফুল, ঘাসের শোভা কত । তালে তালে পড়ত বৈঠা গুলি, নায়ে নায়ে উঠত সারি গান, জীবনে কি দু’বার আসে কা’রও, সুখের স্রোতে, এমন সাধের ভাসান ? এত বরণ, এত গড়ন ফুলের, সকাল, সন্ধ্যায় বিকাশের কি ধুম ! চপল বায়ে উড়িয়ে জাতি-কুল, দোল খেলত কুঞ্জে কুঞ্জে কুসুম ! উচ্চ শিলা বেদীর উপর বসে’, শুনতাম। একুল আবেশে থর্ব্ব থৰ্ব, মিশছে বঁাশের মর্ম্মর মুচ্ছ নায় ঝর্ণার গান-অশ্রু ঝর ঝাবু ? DBDESEgl BDDDB BB D BDBDD DDDB BDBSED KBB DDS BES যেন আমার ধ্যানের দ্বারে খাড়া, তা’রা ক’টি সজাগ প্রহরী ! পূবে বেগনী পাহাড়ের বুক চিরে, উঠতে ভোরে কঁাচা সোণার রবি, আবার সাঝে গিরিবত্মা বেয়ে পড়তে ঢলে’ পশ্চিমে সে ছবি। সে দিন মনে আছে, পৌর্ণমাসী, ছাদে গিয়ে বসলাম চুপটী করে’, পূব, পশ্চিম, দুই আকাশের গোড়ায় ধীরে ধীরে আগুণ উঠল ধরে’ ! উদয়, অস্ত ? না, দু’টি কবিতা ? সুখ ? না, এ সুখের মত ব্যথা ? বিশ্বারাতির একি যুগল প্রদীপ ? আত্মার এ যে অমর অভিজ্ঞতা ! সে দিন জ্যোছনা নামছে ঢলে’ গলে, রজত শৃঙ্গের থাকে থাকে থেমে, তুষারধারায় নেয়ে শীতল হয়ে’ পাহাড় বেয়ে ধেয়ে আসছে নেমে ! প্রাণের সিন্ধু। উঠলি উথলিয়া, বক্ষ-প্রাচীর ভেঙ্গে বুঝি যায় ! তা’র পরে ?--সব চুপ!-এখান থেকে স্বৰ্গ-স্মৃতির কাছে চির-বিদায়। কখন শুনলাম কর্ম্মভূমির ডাক, শোভার শোভা ভঙ্গ জন্মের মতন, কিছুই এখন পড়ে না। ত মনে, স্বৰ্গ হ’তে কবে হ’ল পতন। वैीqभर्थनाथ ब्रांग्रtोभूी।