পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R আর্য্যাবর্ত্ত । ৪র্থ বর্ষ-২য় সংখ্যা। করেন। এই জৈন কালকের সহিত কালকবন নামের কি সম্বন্ধ আছে, তাহা জানি না । যাহা হউক, কালক বন ছিল এবং নবনির্ম্মিত দ্বীপ।ভাগ যত দক্ষিণ দিকে বন্ধিত হইতেছিল, বনও তত দক্ষিণে সরিয়া যাইতেছিল। উত্তর দিকে এবং পূর্ব পশ্চিমে নদীকূলে ভূমি ক্রমশঃ উচ্চ হইলে সেই সকল স্থানে জঙ্গল কাটিয়া লোকের বসতি হইতেছিল। ক্রমে তথায় অনার্য্যগণ আসিয়া বাস করে। বৈদিক যুগে বঙ্গদেশ অনার্য্যনিবাস বলিয়া গণ্য ছিল এবং তীর্থ BBD DBDBBD DB BDBD DDD DDBD DDSSS DBBDBDBBD BBB LBDBYESK আর্য্যসভ্যতা বিস্তৃত হয়, এবং আর্য্যজাতি আসিয়া বাস করেন। ভাগীরথীর এই পূর্ব্বভাগকে উপবঙ্গ বলিত ও উপবঙ্গে যশোহরাদি কাননসংযুক্ত দেশ छिवा । : BBBDDSDOBBDBS DBBDS DBDDBDBDBD SODuDBDD BS DBDDDBB তাহার প্রমাণ দেয়। সভাপর্বে আছে যে, সে সময়ে বঙ্গে সমুদ্রসেন ও পৌণ্ডবৰ্দ্ধনে বাসুদেব রাজত্ব করিতেন। এই পৌণ্ডক বাসুদেবের এক বৈমাত্রেয় ভ্রাতা ছিলেন। তঁহার নাম কপিল । তিনি কোন কারণে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস অবলম্বন করেন। ইনি সাংখ্যকার কপিল নহেন। পৌণ্ডক কপিল মুনিব্রতাবলম্বী হইয়া কানন-কুন্তলা যশোহরের দক্ষিণাংশে আশ্রমনির্ম্মাণ করেন। * খুলনা জিলার দক্ষিণাংশে কপোতাক্ষকুলে কপিলমণি গ্রাম আছে। তথায় কপিলের প্রতিষ্ঠিত কপিলেশ্বরী কালী আছেন ; এবং প্রতি বৎসর চৈত্র মাসে বারুণী স্নান উপলক্ষে কপিল মুণির মেলা হয়। যদিও কপিল দক্ষিণে বহু দূর গিয়া বনভূমি বাছিয়া আশ্রম প্রতিষ্ঠা করিয়াছিলেন, m m + अथलछ कलियमू 6नी ब्राहेब श्रशबू 5 । एङोर्थवद्धॉ९ निनां श्रष्छन् शूनः नश्लांब्रवर्क्षऊि ॥” মনুসংহিতা । ; “ভাগীরথ্যা; পূর্বভাগে দ্বিযোজনতঃ পরে। পঞ্চাযোজনপরিমিতো ছাপবঙ্গো হি ভূমিপঃ ॥ উপবঙ্গে যশোয়াদি-দেশাঃ কানন সংযুতাঃ জাতব্য নৃপশার্দল বহুলানু নদীঘু চ | দিগ্বিজয় প্রকাশ ।

  • यात्रांगांव्र भूक्षांशूड •२• १: