পাতা:আর্য্যাবর্ত্ত (তৃতীয় বর্ষ - দ্বিতীয় খণ্ড).pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fýr, svė93 i রাক্ষসী না দেবী। { (e রাক্ষসী না দেবী ? (Y) দুরোন্দ্রের ভাবী খণ্ডর শুঠামলাল বাবু যখন তাহার কন্যা নিরুপমার সহিত সুরেন্দ্রের বিবাহ-সম্বন্ধ স্থির করিবার জন্য তাহার পিতার নিকট উপস্থিত হয়েন তখন সুরেন্দ্রের বয়স অষ্টাদশ বৎসর। তৎপুর্বেও বহুলোেক সুরেন্দ্রকে জামাতৃত্বে বরণ করিবার অভিলাষ প্রকাশ করিয়াছিলেন ; কিন্তু প্রজাপতি তাহদের কাহারও কন্যার সাহিতই তাহার বিবাহ-সম্বন্ধ স্থির করিয়া রাখেন নাই। খামলাল বাবুর সহিত সুরেন্দ্রের পিতার পূর্ব হইতেই পরিচয় ছিল ; কাষেই বংশপরিচয়াদি জানিবার আর প্রয়োজন হইল না। সেই প্রথম প্রস্তাব উত্থাপিত হইবামাত্র প্রজাপতির অদৃষ্ট অঙ্গুলিসঙ্কেতে সুরেন্দ্রের পিতা খামলাল বাবুর কন্যাকে পুত্রবধুরূপে গৃহে আনিতে সন্বতি দান করিলেন, তবে আত্মীয়স্বজনগণের সহিত পরামর্শ না করিয়া পাকা জবাব দিতে পারেন না এবং প্রচলিত প্রথা অনুসারে চারিজন ভদ্র লোকের সম্মুখে দেনা পাওনার মীমাংসা হইয়া কথাবার্তা স্থির হওয়া উচিত, এই কথা বলিয়া পুনরায় শুষ্ঠামলাল বাবুকে চতুর্থ দিবসে আসিবার জন্য অনুরোধকরিলেন। তিনি আসিবার সময় শু্যামলাল বাবুকে তাহার কন্যার জন্ম-পত্রিকাখনি আনিতে বলিয়া দিলেন ; কিন্তু শুমলাল বাবু তাহার কন্যার জন্ম-পত্রিকা নাই বলতে অগত্যা সুরেন্দ্রের পিতা তাহাকে কন্যার জন্মের বৎসর, মাস, বার ও সময় প্রভৃতি সম্বন্ধে তথ্য সংগ্রহ করিয়া আসিতে উপদেশ দিলেন। ( R ) সুরেজের পিতা পরদিন গ্রাম্য আচার্য্য মহাশয়কে ডাকাইয়া পুত্রের কোষ্ঠখানি দেখাইলেন, এবং যে কন্যার সহিত তিনি পুত্রের বিবাহ দিতে ইচ্ছুক তাহার কোনও জন্মপত্র নাই সুতরাং এ ক্ষেত্রে কি করা কীর্ত্তব্য জানিতে চাহিলেন। গ্রহাচার্য্য মহাশয় সুরেন্দ্রের কোষ্ঠীখানি দেখিয়া সহান্ত বদনে বলিলেন, “প্রজাপতির নির্বন্ধ। মহাশয়, তিনি পূর্বেই পাত্রপাত্রীয় BDDBD DD BDBDBD LDBDSDBBD DBDBDBB DDD DDD BDEBL BBD D S EBDBDD KK LBLB GBDBD BD DD DBB DES তৎপরে আচার্য্যপ্রবার স্মরেজের পিতাকে কাণে কাণে বলিলেন, “সুরেজের