পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন্য লোক আজি কম হয়েছে বােঝা যায়। অন্যদিন এ সময় আরও ভিড় করে লোক বেরিয়ে আসে। । যাবে ভেতরে ? করে ফেলবে এদিক বা ওদিক একটা নিস্পত্তি ? এ উত্তেজনা সত্যি আর সওয়া যায় না। বুকের মধ্যে শিরায় টান পড়ে পড়ে ব্যথা করছে বুকটা । অথবা এমন হঠাৎ একটা কিছু করে না ফেলে আরও কিছুক্ষণ সময় নেবে মন স্থির করতে ? হোটেল তো আছে। কম হলেও পাবে তো সেখানে মন্দ। এমন छहै कब नांश् बा कब बगल একটা কাজ পরে হাজার আপশেষ করলেও যার প্রতিকাৰ श्व मी ? । · এই চরম মুহুর্তে বড় বড় কথা আর ভাবে না। অক্ষয়। দ্বিধার উত্তেজনা চরমে উঠে মনকে তার ভাব-কলপনার রাজ্য থেকে স্থানচ্যুত করে বাস্তৰে নামিয়ে দিয়েছে। লে ভাৰে, আজি (उछद्ध शिष्य जन (थल ७क्षु श्क्षांब कांटछ उांत्र शुडिल। उछ করা হবে না, অত্যন্ত অন্যায়ও করা হবে সুধার ওপর। অন্য দিনের চেয়ে শতগুণে ৰোশী আঘাত লাগবে । আজ সুধার মনে। অন্যদিন জানাই থাকত সুধার যে बांड़ी (ग ফিরৰে মদ খেয়েই, নতুন করে হতাশ হবার আশা করবার কিছু গ তার থাকত না। আজ সে আপিলে বার হবার সময়েও প্রতিজ্ঞার পুনরাবৃত্তি করেছে সুধার কাছে, সুধাকে বুকে নিয়ে আদর করতে করতে। श्वांत्र कथा (उस गनb cकगन कब्रहउ थएक छिह : : to