পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর এক মুহুৰ্ত্ত এ লোকটার সঙ্গে থাকলে সে সোজাসুজি, হার্ট ফেল করে মরে যাবে, এই রকম একটা যন্ত্রণ হওয়ায় অক্ষয় মুখ ফিরিয়ে হাঁটতে আরম্ভ করে জোরে জোরে। তেরাস্তার মোড়টা পেরিয়ে আপিসের পথ ধরে চলতে চলতে তালা লাগানো গোটটার সামনে থামে। ওরা কি করছে একবার দেখতে হবে। দেখতে যদি হয়, তেতালার ব্যালকনীতে উঠে একটা অংশকে মাত্র দেখবে দূর থেকে ? রাস্তা ধরে ওদের মধ্যে এগিয়ে গিয়ে ওরা কি করছে দেখতে বাধা কি? মনমোহনের সঙ্গেও ৈ 枣尔5 {研机 交T砸(可爪5外忆了1 অথবা বাড়ী যাবে ? 8 এখন শান্ত হয়ে গেছে হৃদয় মন! প্রতিটি ছোট বড় কাজ কি করা উচিত। আর কি কথা উচিত নয় চিন্তার উদূত্রান্ত জটিলতায় পাক খেতে খেতে প্ৰাণান্ত হওয়ার বদলে এমন সহজ হয়ে গেছে সাধারণ স্বাভাবিক বাস্তব সিদ্ধান্তে আসা । ওখানে গিয়ে ওদের মাঝখানে বসবে না বাড়ী যাবে।--প্ৰশু এই। এর জবাবটাও সহজ r এখন ওখানে গিয়ে হাঙ্গামা বাড়াবার কোন দরকার নেই তার, তাতে কারো উপকার হবে না, তার নিজের খেয়াল তৃপ্ত করা ছাড়া। বাড়ী যাওয়াও তাঁর বিশেষ দরকার। সুতরাং BB BDBOB D BBDSSiD DBDDD DBS BDBDBDBD D BBSDD গেলে তার চলবে না । গায়ের আলোয়ানটাও দিয়ে যেতে হৰে। চিহ্ন : ; @@