পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• বাড়ী যেতে মুক্তিল হবে। 外 আছে। তা আছে বটে। রসুলের হাতে কি হয়েছে সব যেন জানে ওসমান এমনি ভাবে জিগ্যেস করে, হাতটা বাঁচবে তো ? কি জানি। সন্দেহ আছে। ইস । ডান হাত। কথা বলতে বলতে তিনজনে ধীরে ধীরে এগোতে থাকে। কত রোগ আঘাত যাতনা মৃত্যু শোক দুঃখ হতাশ ভরা হাসপাতালের এলাকা, হৃদয় ভারি তিন জনেরই। তবু তারা সহজ ভাবেই কথা কয়, জীবন্ত মানুষের যেন জীবনের অকারণ অর্থহীন অভিশাপ গুলিব জন্য বিচলিত হতে নেই, ব্যাকুল হতে নেই, ব্যথাও পেতে নেই। রাসুল ཕན་ রকম কথাই বলছিল না, হঠাৎ থেমে গিয়ে সে শিবনাথকে বলে, সরমের কথা ভাই, কিন্তু আর পারছি না। অজ্ঞান হয়ে পড়ার আগেই ওসমান ও শিবনাথ দু’পাশ থেকে ধরে তাকে দীরে ধীরে নামিয়ে বসিয়ে দেয়, নিজে বসে ওসমান তাৰ ধাথাটা বুকে টেনে এনে নিজের গায়ে তাকে হেলান দেওয়ায়। जूद्दे এক নম্বর আহম্মক রাসুল।--শিবনাথ বলে গায়ের SAq uu BuuBD DDB DD LS