পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{एकदांत उान པ་ཊི་ निि6श्(छ् । उणका6 66थं 6श ज्वांक्ॐ श्श, कशी ७८न ब्रां०७ काश। 'बृभाक यांशी फिन?' ‘জরুর আয়গা |’ গেটে তালা বন্ধ থাকবে, গেট খোলা রাখতে পারবে না রাম সিং। এতক্ষণ এ বাৰুভয়ে লুকিয়ে ছিল আপিসের ভেতরে, বাড়ী যেতে সাহস পায়নি! অবজ্ঞায় মুখ বাঁকা হয়ে যায় রাম সিংএর। কেন বাইরে যাচ্ছে বাবু সে বুঝে উঠতে পারে না। খাবার বা বিড়ি-সিগারেটের দোকান খোলা নেই কাছাকাছি, তাছাড়া ওদের জন্য তো বাবুদের নিজের বাইরে যাওয়া রীতি नाश, তাকেই হুকুম করত এনে দেবার। বাইরেই যখন যাচেছ বাবু, বাড়ী না গিয়ে ঘুরে আসবে কেন ? বাবুদের চাল-চলন বোঝা দায়, রাম সিং ভাবে তার অনেক দিনের অভিজ্ঞতার জ্ঞানের সঙ্গে মিলিয়ে। গেট পাশের রাস্তার ভিতরে। ঘটনা-স্থলের বিপরীত দিকে এগোতে আরম্ভ করে অক্ষয়, একটু ঘুরে বারে যেতে হবে। ইতিমধ্যে বার যদি বন্ধ হয়ে গিয়ে থাকে ? ন’টা প্ৰায় বাজে। .क् न श6व्ज७ (८°१ां निश ਇ গিলতে হবে। তার চেয়ে হোটেলেই কি চলে যাবে একেবারে ? ""ঙ্গ আবার টাকা আছে কম। আজ ইচ্ছে করে বেশী টাকা নিয়ে বার | হয়নি। বারের মালিক তাঁকে চেনে, সেখানে দু’এৰু পেগ । fbe 33 88