পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अनल टिमाग्न । ऊन्न जांक्ष गांश (छ्एजहगएशन्न বািছ হার মেনে মাপ চেয়ে বলতে যে এই ভাল! এই ভাল! . . . কিন্তু সে চমকে উঠে গর্জেই বলে, অজয় । আপিস যেতে शब ना चांध? यांछा क्रिप्नशे रुजरत्र गांब्रानि? . . . .

অজয় ভেতরে এসে বলে, আজ আপিিস शांत न बांब । আজ সব আপিস কারখানায় হরতাল। ট্রাম বাস বন্ধ হয়ে 6ांCछ् ।

অনন্ত সোজা হয়ে বসে উদ্বেগে, আতঙ্কে, উত্তেজনায়। জোর দিয়ে বলে, শীগগির যা, না খেয়ে চলে যা আপিলে। কিনে খাস কিছু খিদে পেলে। হেঁটে চলে যা, দেৱী হলে কিছু হবে না। অন্য দিন কামাই করিস যায় আসে না, আজ আপিসে যেতেই হবে। গিয়ে ম্যানেজার সায়েবকে বলবি, ট্রাম বাস বন্ধ, হেঁটে আসতে হল বলে দেৱী হয়েছে। বলবি, কয়েক জন জোর করে তোকে আটকে রাখতে চেষ্টা করেছিল, তুই অনেক কষ্টে কারো কথা না শুনে আপিসে এসেছিস অনন্ত কাসতে সুরু করে। কাসতে কাসতে বেদম হয়ে * পড়ে। তবু তারই মধ্যে কোনমতে বলে, সায়েব খুলী হবে, মাইনে বাড়বে, উনুতি হবে, আপিস য। কাসি থামলে গুটলি মুটলি পাকিয়ে মরার মত পড়ে থাকে অনন্ত। চিন্তু ৪ : እዋዓ R