পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

P বদলেছে, স্বাভাবিক নিয়মে। দেশের এই অবস্থা, এটা বুঝতে পারেন না যে সব কিছুর মধ্যে এদেশে রাজনীতি জড়িয়ে আছে - ছোয়াচ বঁচিয়ে চলতে হলে তাকে তালা বন্ধ করে রাখা দরকায় ? r শত শত আঘাত এসে ওকে সচেতন করে তুলবে, সামলাবেন কি করে ? স্বাধীনতার প্রেরণাই ওকে জাগিয়েছে, দেশপোমের আলোই ওকে পথ দেখিয়েছে। আপনার কথা সত্যি, আমি পেরে থাকলে আমিই নিজেকে কৃতাৰ্থ ভাবতাম মাসীমা । কিন্তু তা হয়নি। আমি তো তুচ্ছ, নেতাও কি মানুষকে জাগাতে ‘ পারেন ? মানুষের মধ্যেই জাগরণ আসে, নেতা শুধু তাঁর প্ৰতিনিধিত্ব করেন। সীতা একটু চুপ করে থেকে ধীরে ধীরে বলে, আপনার আপশোষের কারণটাও মাথায় ঢুকছে না। আমার ; দেশের জন্য দশের জন্য ছেলে দুঃখ পেলে মারা কষ্ট হয়, কিন্তু গৌরবও दै. श्ट्र: ना ? তুমি বুঝবে না। সীতা, অনুরূপ জালার সঙ্গে বলেন, আমার মত কষ্ট করে ছেলেকে যদি পড়িয়ে মানুষ করতে হত, তবে বুঝতে লেখাপড়ার ক্ষতি করে ছেলে ভবিষ্যৎ নিষ্ট করতে বসলে , (कभन लाए। আপনি হেমন্তের ওপর অবিচার কবছেন মাসীমা । ভুল कब्र6छ्न | কেন ? f52 : : yoGt