পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“কিসের ডরি ? আমি তো একা নাই ।” কথাটা বড় ভাল লাগে রসুলের। এমন কিছু নতুন নয় तशी फ्रभाक (प्रत्रांद्र भाऊ, क्रिकु उांद्र७ অনুভূতির সঙ্গে মিলে যাওয়ায় মনের কথার প্রতিধ্বনির মত মিষ্টি মনে श्या জখমের, রক্তপাতের, হয়তো বা মরণের মুখোমুখি দাঁড়িয়ে কোন মহাপুরুষের কিছুমাত্র ভয় হয় না জানা নেই। রসুলের। তার বেশ । ভয় করে, বেশ জোর করেই ভয়ট বশে রাখতে হয় তাকে । , ভয় তাকে কাবু করতে পারেনি কোন দিন কোন অবস্থাতে এইটুকুই সে সত্য বলে জানে , ভয় তার একেবারে হয় না। এ মিথ্যাকে স্বীকার করতে লজ্বজ তার হয়। নিজের কাছে বা পরের কাছে এর বেশী বাহাদুরী দেখাবার সাধ তার নেই, এই-- টুকুতেই সে সন্তুষ্ট। আজ ভয় ভাবনা বেশী রকম ক্ষীণ লািগছিল তার কাছে, বেপরোয়া সাহসের সঙ্গে নতুন একটা বিশ্বাসের, নিৰ্ভয়ের ভাব অনুভব কলছিল। আবদুলের কথায় তার কাছে श्रृंक्षे श्Cश0छ यांदनूल ७ उांद्र गन यनुलूठि: 6ण qक नश ! আস্থাতের বেদনা বা মৃত্যুর সমাপ্তি অনেকের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে | লাঠি চার্জ সুরু হয়। খানিক পরে। এ পরিচিত ঘটনা রসুলের। বিশৃংখলা কোলাহল, মানুষের দিশেহারা ছুটোছুটির মধ্যেও সে অনুভব করে লাঠি চার্জের উদ্দেশ্য সফল হবে না নিরস্ত্র কতগুলি যুবক ও ৰালক জখম হওয়া চিহ্ন : ; vee