পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... ', শুনেই ভােব লেগে যে মেয়ের খৈয়াল থাকে না। সুর কােথা গেল, তাদের গান শিখিয়ে আসতে। gछे लकश शशएश, (छन दा (भाश शर्थन कांछ शएिक ना কেউ, কেমন আর কিসের অজানা সব শঙ্কার ছায়াপাতে হৃদয় মন ভারাক্রান্ত হয়ে ওঠে অনুরূপার। নিরাপত্তার জন্য নিজেকে একরকম ছোট ফেলেছেন, সহজ ও সীমাবদ্ধ করে এনেছেন : জীবন ও জীবনের পরিধি, যেমন চেয়েছেন তেমনি দিন চলছে শাস্তিতে, ছেলেমেয়েরা মানুষ হয়ে উঠছে মনের মত। কোথা থেকে তবে এত সংকেত আসে বিপৰ্য্যয়ের, বিভ্রাটের, বিপদের ? কেন কেঁপে কেঁপে ওঠে অনুরূপীর ভীরু বুক ? পৃথিবী জোড় R তাকে বিচলিত করেনি। সে যুদ্ধের যত ধাককা এসে লাণ্ডক তাঁর ঘরে, সে অসুবিধা, শুধু টানাটানি, কষ্ট করার ব্যাপার--- (रांगांत्र उशज्ञ निःशुवि७ उांक ५भन शbक्ऊि कब्र झुंजाउ পারেনি। মনে হয়েছে ওসব দূরের বিপদ-বহু দূরের। তাদের চারটি প্রাণীর ছোট নীড়টিতে ও বিপদের ছোয়াচ লাগবে না। কিন্তু এ বিপদ যেন বাতাসের গুমােটের মত, মাথার উপরের আকাশে ঘন কালোমেঘের মত ঘনিয়ে আসছে অনুভব করা যায়। ܣ খবরের কাগজ পড়তে গিয়ে মনে হয়, সব খবরের আড়ালে যেন দুরন্ত ক্ষোভ গুমড়াচ্ছে মানুষের, পথে ঘাটে লোকের কথা শুনলে মনে হয় সব চিন্তা একদিকে গতি পেয়েছে মানুষের, চারিদিকে সভা আর শোভাযাত্রায় সেই চিন্তা ফেটে পড়ছে ee 8