পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরেছি। ঠোঁট গোল করে একটা অদভুত আওয়াজ করে রাজত ‘আপনাদের মত ব্লগচটা লোক নিয়ে হয়েছে মুস্কিল। কিছু বোঝেন না, তিড়িং তিড়িং। শুধু লাফাতে জানেন। মাথার মধ্যে বিমা ঝিম করে নারায়ণের । কিশোর ঠিক নয়, বালকত্ব ছাড়িয়ে সবে বুঝি কৈশোরে পা দিয়েছে। সে যেন আয়ত্ত করে ফেলেছে নবযুগের বেদবেদান্ত উপনিষদ সেকালের ঋষি-বালকদের মত, পুরাণেই যাদের নাম মেলে। এইটুকু ছেলে যদি এমন করে বলতে পারে এসব কথা, শক্তিপুত্র পরাশর যে মায়ের গর্ভে থেকেই বেদধবনি করে পিতামহ বশিষ্ঠের আত্মহত্যা নিবারুণু করবে। সে আর এমন কি আশ্চৰ্য্য কাহিনী! M তুমি কোন কুশে পড় রাজত ? i যে কুশেই পড়ি না।” "রাগ করলে ?” নারায়ণ অনুনয় করে বলে, “যে কুশেই अंछ, 6ण कशी विनि। यानि यगा क्थ। ललछिलांग !' 'कि तलछिgलग ? 'বলছিলাম কি, স্কুলে তো এসব শেখায় না, তুমি যে এসব কথা এমন আশ্চৰ্য্য রকম বোঝ, এসব তোমার শেখাল কে ? ব্ৰজত সঙ্গে সঙ্গে জবাব দেয়, ‘আমিই শিখেছি, शनिदेते। न्निग्नि শিখিয়েছে। মুখ কাছে এনে অতিবড় গোপন কথা । বলার মত নীচু গলায় রাজত বলে, “ওইখানে দিদি '{ আছে--- তাকবেন না। আমি এখানে আছি টের পায়নি।" क्लि 8 3 - RV