পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওসমান বলে, খুন না কি জমা থাকে বােতলে, গায়ে ; /* ঢুকিয়ে দেয় ? उांशे उि७एक, ७ निरख्या नि(ऊ bांशनि ७नव्जांभ || (बांगाउं,जज्ञ খুন কম ছিল, অনেকের দরকার ছিল জরুরী, তাইতে । शै। | আচমকা স্পষ্টতর প্রবলতর হয়ে রসুলকে জামাই করার সাধটা আছড়ে পড়ে ওসমানের মনে।-হাসপাতালে যাই একবার, দেখে আসি ওকে। এখন ওসব কথা তোলার সময় নয়, আমিনা শুনে হয়তো কি ভাববেন, এ সব জেনেও ওসমান হৃদয়ের তাগিদটা রুখতে পারে না, বলে, এক আরজ আছে আপনার কাছে, জানিয়ে রাখি। মেয়েটা বড় হয়ে গেছে, পরীবাণু। ওকে তো দেখেছেন। আপনি ? ( কতবার দেখেছি। পরীবাণুর কথা কোথা আসে ভেবে আমিনা আশ্চর্যT 203 याभ | ওর জন্য ছেলে খাঁজছি। তা আমার আরজ রইল আপনার কাছে, রসুল ফিরলে আমার মেয়েকে আপনার নিতে হবে। ” আমি মজুর বটে, লড়ি হাঁকাই, আমার মেয়ে নিলে ঠাকবেন না। এ তো খুশীর কথা ! আমিনা বলেন আন্তরিকতার সঙ্গে তবে কি জানেন, রসুলের মত থাকা চাই। চিছ ঃ : S68