পাতা:চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V কার কথা বলছ ? হেমন্ত ? শিবনাথ বলে, হ্যা হেমন্ত ५ॉन उांछ् । সীতা মনে মনে বলে, সৰ্ব্বনাশ ! ওর খবর কি ? সামান্য লেগেছে, বিশেষ কিছু নয়। ড্রেস করে দিলেই বাড়ী যেতে পারবে। cशभरु 6*ांऊांयां'ांश छ्जि ? छिळ ! গুলি চলাবার সময় ছিল ? আগাগোড়া ছিল। আমার ভারি আশ্চৰ্য্য লাগছে। কেন ? আশাচৰ্য্য হবার কি আছে? ওর রক্ত কি গরম নয় ? তর্ক দিয়ে ছাড়া রক্ত গরম করার অত্যন্ত বিরুদ্ধে ছিল। ७एक दनाद, उांgाऊां5ि ८गन दांएँी bन गांग्र। ७द्र भी श्रृंस উতলা হয়ে আছেন । অনুরূপ প্রায় আর্তকণেষ্ঠ বলে ওঠেন, না না, ওকথা বলতে বোলো না সীতা ! বারণ করে দাও। আমার কথা কিছু . राज5 शgद भी ! শিবনাথ, ছেড়ে দাওনি তো ? শোন, হেমন্তকে ওর মার কথা কিছু বােলো না। শুধু বােলে৷ আমি টেলিফোন করে ছিলাম, তাড়াতাড়ি বাড়ী যেতে বলেছি। চিন্থ : ; eve شمعنے