পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» à DR আর্য্যাবর্ত । ৪র্থ বর্ষ-২য় সংখ্যা। যতক্ষণ অন্য সকলের সঙ্গে কল্যাণীও গমনোস্থ্যতা না হইল, ততক্ষণ শিশু সরোজার কাছেই থাকিল। কল্যাণী বিদায় চাহিলে সরোজা শিশুকে দিল । যাইবার সময় কল্যাণী বলিয়া গেল, “দিদি, ছেলে তোমার-সংসার তোমার। আমি সকালেই আসিব । তোমাকে বাড়ী যাইতে হইবে।” দশম পরিচ্ছেদ । এত দিনে ! সন্ধ্যার পর ভগিনীর কক্ষে প্রবেশ করিয়া সরোজা দেখিল, নীরজা এক বসিয়া ভাবিতেছে। ভগিনীকে দেখিয়া নীরজা কান্দিয়া ফেলিল ; বলিল, “দিদি, কেন তুমি আমাকে দেখিতে আসিলে ।” সরোজা ভগিনীর কাছে আসিল—হাসিয়া বলিল, “দেখ, আমার কথা তুই তা সবই জানিতিস; কেবল জানিতিস না যে, তোদের কল্যাণী আমার --সপত্নী । ইহাতে কান্দিবার কি আছে ?” সত্যই ইহা ত কিছুই নূতন নহে। তবুও নীরজার মনে হইল, যেন বহুদিনের বিশ্বতপ্রায় বেদনা আজ নূতন করিয়া অনুভূত হইতেছে—যেন পুরাতন ক্ষত আজ নূতন হইয়া উঠিয়াছে। সে কাদিল। তাহার পর সরোজার কথায়-আর সরোজার ব্যবহারে নীরজা আপনার ক্রন্দন যে অকারণ-তােহা বুঝিল ; স্থির হইল। সরোজা ভগিনীকে শান্ত করিল বটে ; কিন্তু আপনি শান্ত হইতে পারিল কি ? সমস্ত রাত্রি সে ঘুমাইতে পারিল না ; কেবল ভাবিতে লাগিল। অদৃষ্টচক্রের এ কি অপ্রত্যাশিত আবর্ত্তন ! এ আবর্তন তাহাকে কেমন করিয়া কোথায় আনিল ? কল্যাণী তাহাকে লইয়া যাইবে বলিয়াছে। সে যাইবে কি ? পতিপুত্র লইয়া কল্যাণী সুখে আছে, সে তাহার পথে পদার্পণ করিবে কি ? নুতন সংসারে যতীশচন্দ্র ত তাহাকে ভুলিয়াছে। তবে-? কিন্তু যতীশচন্দ্র BDDBDDBDBD BDBDBS BBD BDBBD DBD DBigi DBDB DBDS DDB BBBDB BB BDBBDBDS BB DD DBDiDYSuDiDBDDD D BDBB BD DD আবার ভাবিল, সে ত কল্যাণীর সুখের পথে কণ্টক হইবে না ; সে ত সে সংসারে থাকিবে না। তাহার দুঃখের ভার লইয়া সে ত আবার পিতৃগৃহেই ফিরিয়া যাইবে! তবে-তবে সে একবার স্বামীকে দেখিবে না? হয় তা জীবনে আর দেখিবার সুযোগ ঘটবে না। সে কি ইচ্ছা করিয়া এ সুযোগ হারাইবে ?