পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ, ১৩২০ । কবি বিহারীলাল চক্রবর্তী । 3-5 বিদ্যান্যতার, আর্তের সেবার ও পরোপকারিতার কথা শুনিলে তাহার প্রতি ভক্তি না করিয়া থাকা যায় না। এ সম্বন্ধে দুইটি ঘটনা উল্লেখযোগ্য। " একদিন পথিপার্থে উপবিষ্ট একটি দীর্ঘকায় হিন্দুস্থানী তাহার নিকট ভিক্ষা চাহিলে তাহাকে হৃষ্টপুষ্ট দেখিয়া তিনি তাঁহার কথায় কর্ণপাত করেন নাই। বাটী আসিয়া তিনি সেই ভিক্ষুকের কাতর দৃষ্টি ভুলিতে পারিলেন না। তাহার মনে হইল, হয় ত BB DBD S S YiBDB SS S DBDB DBDBD D BBBD DD Dl আহার্য্য লইয়া দেখিলেন যে, সে ব্যক্তি ক্ষুধায় অবসন্ন ও বাকশক্তিরহিত অবস্থায় শুইয়া পড়িয়া রহিয়াছে। সে পুষ্টকায় দেখিয়া কেহ তাহাকে ভিক্ষা দেয় নাই। সে কলিকাতায় নৰাগত এবং চারিদিন অনাহারে ছিল ; তিনি ধীরে ধীরে নিজ হস্তে আহার ও জলপান করাইয়া তাহাকে সুস্থ করেন। আর একদিন গঙ্গাস্নানে যাইবার সময় তিনি দেখেন যে, পথের ধারে একটি বৃত্ত ক্রন্দন করিতেছে এবং তাহার ক্রোড়ে তাহার প্রৌঢ়া কন্যা কলেরা রোগে আক্রান্ত হইয়া শুইয়া আছে। তাহারা পল্লীগ্রাম হইতে গঙ্গামানে আসিয়াছিল এবং কলিকাতায় নিরাশ্রয় । তিনি তৎক্ষণাৎ তাহাদিগকে গাড়ী করিয়া নিকটস্থ ডাক্তার হানিংবার্কের চিকিৎসালয়ে লইয়া যাইলেন এবং চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিলেন। কয়েকদিন পরে আরোগ্যলাভ করিলে তিনি তাহাদিগকে বাটী পাঠাইয়া দিলেন। v. বিহারীলাল নিরতিশয় বন্ধুবৎসল ছিলেন। তিনি দুই চারিটি কথা অপরিচিত ব্যক্তির সহিত সখ্যতা স্থাপন করিতেন। ভাসা ভাসা ভালবাসা তঁহার স্বভাববিরুদ্ধ ছিল। তিনি বন্ধুগণকে প্রাণ খুলিয়া ভালবাসিতেন। তাহার বন্ধুগণের অনেকের ধারণা ছিল যে, বিহারীলাল র্তাহাকেই সর্বাপেক্ষা ভালবাসেন। তিনি বন্ধুদিগের বিপদে সম্পদে দুঃখে মুখে সমভাবে সহায় থাকিতেন। বিহারীলালের বাল্যকালের বন্ধুগণের মধ্যে হাইকোর্টের উকিল ৮। ভৈরবচন্দ্র বন্দ্যোপাধ্যায়, জোড়াসাঁকোর কবিরাজ ৮ ব্রজেন্দ্রকুমার সেন, ডাক্তার ৬% সুর্য্যকুমার সর্বাধিকারী, ভাইসচেয়ারম্যান শ্রীযুক্ত নীলাম্বর মুখোপাধ্যায় ও অধ্যাপক শ্রীযুক্ত কৃষ্ণকমল ভট্টাচার্য্য মহাশয়দের নাম উল্লেখযোগ্য। কৃষ্ণকমল বাবুকে তিনি সোদরাধিক ভালবাসিতেন এবং কৃষ্ণকমল বাবুও তাঁহার সহিত সোদরের মতই ব্যবহার করিতেন। সাহিত্য-চৰ্চা ও পুস্তক মুদ্রান্ধনাদি সুত্রে তিনি বটতলার পুস্তকপ্রকাশক শ্রীযুক্ত কৃষ্ণগোপাল