পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ, ১৩২ ৷৷ পুরাতন প্রসঙ্গ। ] "SRC জানি, তুই কতকটা আহিলাদে। আমি আমার হাতে আংটি মুঠো করে ধরে থাকি ; যদি আমার হাতে থেকে হোসেন খা আংটি উড়িয়ে দিতে পারে তা হোলে বুঝব যে, তার অলৌকিক ক্ষমতা আছে।” শ্রীযুক্ত নীলাম্বর মুখোপাধ্যায় যখন কাশ্মীরের দেওয়ানী কবিয়া মাসে সাড়ে তিন হাজার টাকা বেতন ভোগ করিয়া ফিরিয়া আইসেন। তখনও বিদ্যাসাগরের কাছে সেই সাবেক ‘তুই’ সম্বোধন পাইলেন, ভুলেও একবার ‘তুমি' নহে। কিন্তু রাজকৃষ্ণ বন্দোপাধ্যায়, , প্রসন্নকুমার সর্বাধীকারী, প্রসন্নকুমার রায় ( মেট্রোপলিটান কলেজের প্রথম হেড মাষ্টার ) ইহাদের কাহাকেও কখনও তিনি ‘তুই’ বলেন নাই। অথচ প্রসন্ন বাবুর দুই এক বৎসরের ছোট তাহার মধ্যম ভ্রাতা সূর্য্যবাবুকে তিনি ‘তুই’ বলিতেন। এই বিষয়ে তিনি যে কি পার্থক্যের নিয়ম ধরিয়া রাখিয়াছিলেন তাহা ত আমি বুঝিতে পারি না। ইদানীন্তন বালকদিগের মধ্যে র্তাহার অপরিচিত একটি এম, এ, DDDBD LBBD DDBB DDD S DDDSS S SBBBBBBBBDDSDBB চুল রাখিয়াছিল। বিদ্যাসাগর তাহাকে দেখিয়া কহিলেন, “আরে তোকে মাষ্টারি কর্ম্ম দোবো কি ! তুই মেয়েমানুষ কি পুরুষমানুষ আগে বিবেচনা করে বুঝি।” এরূপ অপরিচিত ব্যক্তিদিগের মধ্যেও তিনি কাহাকেও বা “তুমি’ কাহাকেও বা ‘তুই’ বলিতেন। “শেষাশেষি বিদ্যাসাগর কতকটা mistanthrope , নরজাতিদ্বেষী হইয়াছিলেন। বিস্তর লোকের ব্যবহার তাহার প্রতি এরূপ কদর্য্য হইয়াছিল যে, অনেক সহা করিয়া শেষটা তিনি অসংযতবাক হইয়া পড়িয়াছিলেন। তঁহার বিশ্বাস ছিল যে, অধিকাংশ ব্রাহ্মণ পণ্ডিত এরূপ আসার যে, অর্থলোতে তাহারা DD yL TDBD DBD DDSS SBDBBD DBBD BBBDBDDBBD DD যেন ঘৃণার দৃষ্টিতে দেখিতে লাগিলেন। কোনও কোনও বিধবাবিবাহন্বেষী তার্কিক তর্কস্থলে এইরূপ আপত্তি উত্থাপন করিয়াছিলেন যে, পুরুষ অপেক্ষা স্ত্রীজাতির সংখ্যা অনেক বেশী ; যদি বিধবাদিগের বিবাহ দেওয়া হয় তাহা DBBB DBBBD BDtBD DDD DBBD D DBBD DDBDBSSSB মঙ্গলকর ? এই আপত্তির কথা উত্থাপন করিয়া তিনি এক দিন বলিলেন, SBBBDDBD DBDDD D DB DBDBBB D DBS BBDB DB BDBDDLL LLLLLD না ; অসার ও ডেপো হবার এমন পথ আর নাই।’ “এইরূপ মনের ভাব লইয়া তিনি শেষাশেষি সভ্যজাতি ও সভ্যতাকে