পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

杏吨, NR o লছমী Q లt সময়কার “সম্মাসংবুদ্ধের” ধর্ম্মের যেরূপ সঙ্কট-সময় উপস্থিত হইয়াছিল তাহাতে সারনাথের লিপিই যে বুদ্ধঘোষ-বর্ণিত অশোকানুশাসন তাহাতে আর বিচিত্র কি ? (*) যে কারণে সারনাথের অধিকাংশ মূর্ত্তিগুলি ছিন্নদেহ হইয়াছে, সেই কারণেই অশোক স্তম্ভও ভগ্নদশাগ্রস্ত হইয়াছে।। ৮ম পংক্তিতে “মহামাতে৷” শব্দ উল্লিখিত । ইহারা “ধর্ম্ম মহামাতা” অর্থাৎ সদ্ধর্ম্মের। পর্য্যবেক্ষণকারিগণ ভিন্ন আর কেহই নহেন । ইহাদিগকেই অশোক তঁহার সিংহাসনারোহনের ১৩শ বৎসর পরে নিযুক্ত করেন। অতএব সারনাথস্তম্ভের নির্ম্মাণ সময় অশোককর্তৃক মহামাতাগণের প্রতিষ্ঠার পূর্বে অর্থাৎ ২৫৫ খৃঃ পূঃ পূৰ্ববর্ত্তা নহে। এই মতই এখন অধিকাংশ পণ্ডিত গ্রহণ করিয়াছেন । , শ্রীবৃন্দাবনচন্দ্র ভট্টাচার্য্য। লছমী। ( . ) বাবা যত দিন বাচিয়া ছিলেন, ততদিন বিবাহবিষয়ে মা’র অনুরোধ কোনরূপে এড়াইতে পারিয়াছিলাম। নাহিলে বাঙ্গালী পরিবারে একমাত্র সন্তান যুবক পুত্রের বিবাহ এত দিন স্থগিদ থাকে না। মা বিবাহের জন্য জিদ করিলে আমি যখনই তাহাতে আপত্তি করিতাম, বাবা তখনই আমার পথ লইয়া বলিতেন, “না হয় কিছুদিন পরেই বিবাহ করিবে ।” আমি বুঝিতে পারিতাম, পাছে বিবাহ করিয়া আমি সংসারের ভারে বিব্রত হই ভাবিয়াই বাবা আমার পক্ষ লাইতেন । কারণ আমাদের পিতাপুত্রে যে সম্বন্ধ ছিল, তাহাতে বাবার আর্থিক অবস্থা আমার অজ্ঞাত ছিল না। বাবা যে বেতন পাইতেন, সেই বেতনে কন্যার বিবাহের ও পুত্রের বিদ্যাশিক্ষার সকল ব্যয় নিৰ্বাহ করিয়াও অতিমিতব্যয়ী লোক কিছু সঞ্চয় করিতে পারে। কিন্তু বাবা সঞ্চয় করিতে পারিতেন না । তাহার বিশেষ কারণও ছিল। আমরা ভাড়াবাড়ীতে থাকিতাম। কিন্তু দক্ষিণ-খোলা-খটখাটে বাড়ী না · - sa asa (*) মদীয় অধ্যাপক এইচ, সি, নর্ম্মান লিখিত J. P. V. S. B. Vol Iv. No 1 qल थवक शठेला । S BDDSDDBDBB BDDD DBSBBBD DDBD K DB BDBiBD DuDBSS DBDHBHS