পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ, ১৩২০ ৷৷ লছমী । ამN9 গৃহিণীর কথামত আমি লছমীকে বলিলাম, “তুমি আজ আর বাড়ীতে যাইও না-আমাদের বাড়ীতেই ঘুমাও।” সে বলিল, “না-সহসা মাথা ঘুরিয়া পড়িয়া গিয়াছিলাম। এখন ভালই আছি ।” 最 আমার সন্দেহ ঘনীভূত হইল। আমি গৃহিণীকে বলিলাম, “লছমীকে আর রাখা চলে না । কবে খোকাকে ক্রোড়ে লইয়া পড়িয়া যাইবে ?” গৃহিণী বলিলেন, “সে ভয় নাই ; বামা আর কোন দাসদাসীকে খোকাকে ছুইতে দেয় না। আহা, বেচারার শরীর ভাল নাই বলিয়া কি তাড়াইতে আছে ? উহার অপরাধ কি ?” পরদিন প্রতুষেই বামার বিরক্তি-ব্যঞ্জন কণ্ঠস্বর শুনা গেল, “কি আকেল, বাপু ? বাবুর সকলে চা চাহি, এখনও দেখা নাই ! এখনও উনানে আগুন দেওয়া হইল না।” গৃহিণী বলিলেন, “নিশ্চয়ই তাহার অসুখ বাড়িয়াছে। শরীরের উপর কি কোন জোর আছে ?” বামা বলিল, “তাহাত নাই। কিন্তু এ সব করে কে ?” গৃহিণীর উত্তর আমি শুনিতে পাইলাম না। ভূত্য আসিয়া আমাকে জানাইল, সে বাড়ীর সম্মুখে কুপে জল তুলিতে গিয়াছিল কুপে জল নাই ! শুনিয়া হাসি পাইল-কুপে জল নাই।-কেন হাবাতে যদ্যপি যায় जांश ७कit3 यांश'; হেদে লক্ষ্মী হৈল লক্ষ্মীছাড়া ! কৌতুহলপরবশ হইয়া আমি বাহিরে আসিলাম ; কৃপমধ্যে চাহিয়া দেখিলাম, জল আবৃত করিয়া একটি শ্বেত পদার্থ দেখা যাইতেছে। আমি তৃত্যকে কূপমধ্যে নামিতে বলিলাম, সে সাহস করিল না। সেই সময় পথ দিয়া কয়জন পারেয়া মজুর। যাইতে ছিল ; আট আনা চুক্তিতে তাহাদের একজন কূপে নামিল । BDL DB BELLDD DBBSDBD DDD S BBBDB DD L নামাইয়া দিল। পারেয়া উপরে উঠিয়া আসিল; তাহার পর তাহারা কয়জন দাঁড়ী টানিয়া শব উপরে তুলিয়া কুপপাশ্বে রাখিল । লছমীর মৃত মুখে প্রভাতের দিবালোক পতিত হইল। সে মুখে যন্ত্রনার কোন চিহ্ন নাই । গৃহিণী কঁাদিয়া বলিলেন, “কোন আমি কাল তাহাকে এক যাইতে দিলাম ? সঙ্গে কেহ থাকিলে সে পড়িয়া মরিত না।”