পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 আর্য্যাবর্ত্ত।। ৪র্থ বর্ধ-২য় সংখ্যা। আমি বুঝিলাম, লছমী আপনার হৃদয়ের সহিত সংগ্রামে জয় অসম্ভব বুবিয়া পলায়ন করিয়াছে। তাহার অনাবিল ব্যর্থ জীবনের বেদনার, কথা স্মরণ করিয়া আমারও নয়ন-পল্লব সিক্ত হইয়া উঠিল। সমালোচনা । , शन्ग्वज्ञ यांख्रिश्नृाष्ट्रशिा !* শ্রীযুক্ত উমেশচন্দ্র বিদ্যারত্ন বঙ্গীয় সাহিত্যক্ষেত্রে সুপরিচিত - ভারতীয় প্রত্নতত্বে র্তাহার আলোচনার ও গবেষণার পরিচয় নানা পত্রে-নানা প্রবন্ধে পাওয়া গিয়াছে। তিনি বেদাদি গ্রন্থ হইতে ঐতিহাসিক সত্য উদ্ধার করিয়া ভারতের ইতিহাসে বহু অজ্ঞাত কথার অ্যালোচনা করিয়াছেন । বিদ্যারত্ন মহাশয় যেমন অনুসন্ধিৎসু তেমনই অকুতোভয় । তিনি উপহৃত উপাদানের DBBB D BBDLLD BBBBD DD DBD TKDD SDDDLL gBK করেন, পূৰ্ববর্ত্তী মত এমনই অনায়াসে পরিত্যাগ করেন যে, দেখিলে বিস্মিত হইতে হয় । ইহা যে তাহার। আন্তরিকতারই পরিচায়ক তাহাতে অবশ্য সন্দেহ নাই । ভাবের আবেগে তিনি অনেক সময় ভাষার প্রসাধনে মন দেন না। তিনি আলোচ্য গ্রন্থেই একস্থানে “বালটিক বেলা”কে “অজাতিশ্মশ্র” বলিতেও কুষ্ঠিত হয়েন নাই। বিদ্যারত্ন মহাশয় আলোচ্য পুস্তকে যে বিরাট বিষয়ের অবতারণা করিয়াছেন, যে প্রগাঢ় পাণ্ডিত্যের পরিচয় দিয়াছেন, যে অনন্যসাধারণ অনুসন্ধিৎসা দেখাইয়াছেন, যে শ্লাঘ্য শ্রমশীলতার প্রমাণ দিয়াছেন, তাহাতে পুস্তকের ক্রটিগুলি নিতান্তই নগণ্য না বলিয়া থাকা যায় না। মাসিক পত্রের সীমাবদ্ধ সমালোচনায় এ পুস্তকের প্রতিপাদ্য প্রস্তাবের সম্যক আলোচনা হইতে পারে না। সেরূপ আলোচনার স্থান এ পত্রের নাই, সেরূপ আলোচনা করিবার যোগ্যতা আমাদের নাই, সেরূপ আলোচনার অনুসরণ করিবার সহিষ্ণুতাও বোধ হয় পাঠকদিগের অধিকাংশের নাই। এরূপ পুস্তকের আলোচ্য বিষয়ে বহু পাঠকের চিত্ত আকৃষ্ট হয় না। এরূপ পুস্তকের পাঠকসংখ্যা সর্ব্বদাই অল্প। কিন্তু এইরূপ LSLS LSMS L MLLLLSSSLLLLSSSSSSSMLSSSA LLLLLL L L A MAS MASASAS SLLL i iSDD DDDDSSiDBBuB DB DBuuS DBDBBS DDS BD BBDSDD BB BDBD DBuDBB DD DBD KDBDuuDSS DB tE BDBu BDBS