পাতা:আর্য্যাবর্ত্ত (তৃতীয় বর্ষ - দ্বিতীয় খণ্ড).pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্য্যাবর্ত্ত । ৩য় বর্ষ-৮ম সংখ্যা। سڑ(X)" মস্তক উত্তর দিকে রহিল ও পদ দক্ষিণে প্রসারিত হইল। তখন ব্রহ্মা যথাবিধি যজ্ঞ সম্পাদন করিলেন। কিন্তু যজ্ঞশেষে দেবগণ সবিস্ময়ে দেখিলেন, গয়াসুর যজ্ঞ-ক্ষেত্রে বিচরণ করিতেছে । তখন ব্রহ্ম যমকে বলিলেন, “তোমার গৃহ হইতে ধর্ম্মশিলা আনয়ন করিয়া উহার মন্তকোপরি সংস্থাপিত কর।” এই ধর্ম্মশিলা সমাগত ব্রহ্মার পুজার উদ্দেশ্যে স্বামীর পদসেবাবিরতা কোন ব্রাহ্মণীর পাষাণ দেহ। মন্তকে ধর্ম্মশিলা স্থাপিত হইলে ও দেবগণ BBB BBDD DBBD D DD DBB DBD BDS DBDD DB BDBDD বিষ্ণুর শরণ লইলেন। বিষ্ণু দেহোদ্ভূত মূর্ত্তি প্রদান করিয়া তাহাকে শিলার উপর প্রতিষ্ঠিত করিতে বলিলেন । তাহাতেও কোন ফলোদয় না হওয়ায় বিষ্ণু স্বয়ং আসিয়া আদি গদাধর রূপে গদাঘাতে গয়াসুরকে নিশ্চল করিয়া সকল দেবদেবীসহ ধর্ম্মশিলায় অধিষ্ঠিত হইলেন। তখন গয়াসুর বলিল, “আমি নিষ্পাপ দেহ ব্রহ্মার যজ্ঞানুষ্ঠানার্থ দিবার পর আমার প্রতি এ * নির্য্যাতন কেন ? আমি তা হরির আদেশেই নিশ্চল হইতাম। আমাকে কৃপা করুন।” দেবগণ গায়ার এই উক্তিতে তুষ্ট হইয়া তাহাকে বর প্রার্থনা কৱিতে বলিলেন । সে বলিল, “যাবচ্চন্দ্রদিবাকর দেবগণ এই শিলায় অবস্থান করুন ; পঞ্চক্রোশব্যাপী এই ক্ষেত্র গয়াক্ষেত্র নামে কীর্ত্তিত DDDDJJBDB BYS BS DDD DDBYS BDDD DBBD S DBD iD তীর্থে শ্রাদ্ধ করিয়া সর্ব্বলোক যেন পূর্ব্বপুরুষসহ ব্রহ্মলোকে গমন করে।” গয়ার এই প্রার্থনা শুনিয়া বিষ্ণুসন্নাথ দেবগণ বলিলেন, “তোমার প্রার্থনা পূর্ণ হইবে। এই স্থানে শ্রাদ্ধ করিলে ও পিণ্ডদান করিলে শ্রাদ্ধকারী স্বয়ং ও তাহার উৰ্দ্ধতন সাত পুরুষ অনাময় ব্রহ্মলোকে গমন করিবে।” কে এই পরম বৈষ্ণব গয়াসুর যাহার দেহ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দেহপেক্ষাও পবিত্র এবং যাহাকে নিশ্চল করিতে বিষ্ণুসন্নাথ সমগ্র দেবকুলের সর্ব্বশক্তি প্রযুক্ত হইয়াছিল ? যিনি সব্যসাচী রূপে ভারতীয় প্রত্নতত্ত্বে একদিকে MLuBBD DK DD BBDD DBBB KY DBD uD BDB sguDuDBD DBBBBD সেই সুধী রাজেন্দ্রলাল মিত্র বলেন—এই গয়াসুর প্রচলিত প্রবলবল বৌদ্ধধর্ম্ম ; আর গয়াসুরবিজয় বৌদ্ধধর্ম্মের উপর ব্রাহ্মণ্য ধর্ম্মের প্রাধান্য প্রতিষ্ঠার রূপক ব্যতীত আর কিছুই নহে। বায়ু পুরাণের গ্রন্থকার জটিল দার্শনিক তত্বের বিচার করিয়াছেন । তিনি কিরূপে ব্রহ্মযোনি পর্ব্বতে গয়াসুরের বিরাট ৰূপু স্থাপিত করিবার কল্পনা করিলেন ? গয়াসুরের অপরাধ-সে