পাতা:আর্য্যাবর্ত্ত (তৃতীয় বর্ষ - দ্বিতীয় খণ্ড).pdf/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VeV আর্য্যাবর্ত | O8 س-}}ة NaN R&Ji | গয়ায় খৃষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে নির্ম্মিত মন্দিরই দণ্ডায়মান। সমস্ত ভারতে এরূপ প্রাচীন মন্দির আর নাই । বুদ্ধ গয়ায় কেবল স্থাপত্যনিদর্শন নহে, পরন্তু ভাস্কর্যকার্য্যও বিশেষ উল্লেখযোগ্য। বৃতিগাত্রে ও মন্দিরগাত্রে ভাস্কর কার্য্যের কথা পূর্বেই বলিয়াছি। বাস্তবিক বুদ্ধ গয়ার বিরাট মন্দির বিবিধ ভাস্কর কার্য্যে পুর্ণ। এই সকল ভাস্কর কার্য্যে শিল্পনৈপুন্যের বিশেষ পরিচয় পাওয়া যায়। একটি ভাস্কর্যকার্য্য লইয়া অভিজ্ঞদিগের মধ্যে মতভেদ পরিলক্ষিত হইয়াছে। চারিটি অশ্বসংযুক্ত রথে আসীন মূর্ত্তি-সঙ্গে দুইজন ধনুধারী। কাহিনহাম বলেন, ইহা সুর্য্যমূর্ত্তি। হিন্দুমতে সুর্য্যের রথ সপ্তাশ্বসংযুক্ত । বেদেও ইহাই দেখা যায় ; আর সর্বত্র শিল্পনিদর্শনে সপ্তাশ্বরথই দেখা যায়। অতএব এই মূর্ত্তি গ্রীক প্রভাবের পরিচায়ক। রাজেন্দ্রলাল প্রমাণ করিয়াDBDSg t B BBDB DDBL S S DDDD BBDDS DgB tD DBBBBD কোনরূপ যুক্তি না দেখাইয়া কানিংহামের মতেরই পুনরুক্তি করিয়াছেন। কানিংহাম যথার্থই বলিয়াছেন, ভারতীয় শিল্পে বুদ্ধ গয়ার মন্দিরের তুলনা নাই। এই মন্দিরে ভারতীয় স্থাপত্যের ও ভাস্কর্য্যের সর্বাপেক্ষা প্রাচীন নিদর্শন পাওয়া যায় । বরাহতের ভাস্করকীর্ত্তি সুঙ্গাদিগের সময়ের ; কিন্তু বুদ্ধ গয়ার মন্দিরে অশোকের সময়ের শিল্প-নিদর্শন প্রাপ্ত হওয়া यांश । কানিংহাম দেখাইয়াছেন, জরাসন্ধের বৈঠকে বুদ্ধের সমসাময়িক প্রস্তুর স্থাপত্যের নিদর্শন বর্ত্তমান। আর এত দিনও যে উহা বিদ্যমান আছে তাহাতেই পুরাতন ভারতীয় শিল্পীর শিল্পনৈপুণ্য সপ্রকাশ। রিজ ডেভিড সি বলিয়াছেন, গিরিব্রজে খৃষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নির্ম্মিত দুর্গsLDD BBDBD SDE DDD SS DD BDBSKYD DB BBDBB S সকলের তুলনা হয় না। উভয় স্থানেই প্রস্তরগুলি সুপরিষ্কত নহে। আর বুদ্ধ গয়ার মন্দিরে যে শিল্পনৈপুণ্য প্রকটিত হইয়াছে তাহা আজও জগতের সর্ব্বস্থানের শিল্পসমালোচকের বিস্ময় উৎপাদিত করিতেছে। আমাদিগের দৃঢ় বিশ্বাস, ভবিষ্যতে ভারতীয় প্রত্নতত্ত্ববিদগণের অনুLLDD DDB tDS DBBBDB SKLg ggLLL BD LDB LBLLY DDD সমস্যার সমাধান হইবে।