পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি গ্ৰন্থকারের নিবেদন এক দিনের কথা মনে পড়ে, দেবালয়ে আরতির বাজনা বাজিয়া, বাজিয়া থামিয়া গিয়াছে, মা’র আঁচলখানির উপর শুইয়া রূপকথা শুনিতেছিলাম । “জোচ্ছনা। ফুল ফুটেছে”।* ; মা’র মুখের এক একটি কথায় সেই আকাশ-নিখিল-ভরা জ্যোৎস্নার রাজ্যে, জ্যোৎস্নার সেই নিৰ্ম্মল শুভ্র পটখানির উপর পালে পলে কত বিশাল “রাজ-রাজত্ব”, কত “আছিল। অভিনূ” রাজপুরী, কত চিরসুন্দর রাজপুত্র রাজকন্যার অবর্ণনীয় ছবি আমার শৈশব চক্ষুর সামনে সত্যকারটির মত হইয়া ফুটিয়া উঠিয়াছিল। সে যেন কেমন—কতই সুন্দর! পড়ার বইখানি হাতে নিতে নিতে ঘুম পাইত ; কিন্তু সেই রূপকথা তা’রপর তা’রপর তারপর করিয়া কত রাত জাগাইয়াছে ! তা’রপর শুনিতে শুনিতে শুনিতে শুনিতে, চোখ বুজিয়া আসিত —সেই অজানা রাজ্যের সেই অচেনা রাজপুত্র সেই সাতসমূদ্র তের নদীর ঢেউ ক্ষুদ্র বুকখানির মধ্যে স্বপ্নের ঘোরে খেলিয়া বেড়াইত,-আমার মত দুরন্ত শিশু !—শান্ত হইয়া ঘুমাইয়া পড়িতাম। বাঙ্গালার শ্যামপল্লীর কোণে কোণে এমনি আনন্দ ছিল, এমনি আবেশ ছিল। মা আমার অফুরণ রূপকথা বলিতেন। —জানিতেন। বলিলে ভুল হয়, ঘর-কন্নায় রূপকথা যেন জড়ানো ছিল ; এমন গৃহিণী ছিলেন না। যিনি রূপকথা জানিতেন নাগ-না জানিলে যেন লজার কথা ছিল । কিন্তু এত শীঘ্ৰ সেই সোণা-রূপার কাটী কে নিল, আজি মনে হয়, আর ঘরের শিশু তেমন করিয়া জাগে না, তেমন করিয়া ঘুম عمر

  • এটি শ্ৰীযুক্ত রবীন্দ্ৰনাথ ঠাকুর মহাশয়ের কথা ; আমি শুনিয়া" ছিলাম, ‘জো’ক্সা ভিণ ফুটেছে’, কোন একজন শ্ৰদ্ধেয় ব্যক্তির নিকট শুনিয়াছি, “জ্যোৎস্না ফিনিক ফুটুছে’। কোথাও কোথাও শুনিয়াছি, ‘জোছনা ফটিক ফুটুছে । :്

Σ8 -Η δώ श्रiछ माँ ! s Ouma comm -C-C-C-C-C-C-C, Sc ܚܠ