পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি ※ S f তখন বুদ্ধ, এক লাফে গিয়া রাজার কোলে বসিল। छ्रम् উড়িয়া গিয়া রাজার কঁাধে বসিল । রাজা চমকিয়া উঠিলেন ; রাজসভায় সকলে ‘হঁ ! হা!” করিয়া উঠিল । বুদ্ধ, ডাকিল,-“বাবা ?” ভূতুম, ডাকিল,-“বাবা ?” রাজসভার সকলে চুপ। রাজার চােক দিয়া টসূ-টসূ করিয়া জল গড়াইয়া গেল। রাজা ভূতুমের গালে চুমা খাইলেন, বুদ্ধকে দুই হাত দিয়া বুকে তুলিয়া লইলেন। তখনি রাজসভা ভাঙ্গিয়া দিয়া বুদ্ধ আর ভূতুমকে লইয়া রাজা উঠিলেন। ( . ) এদিকে তাে সাজ সাজ পড়িয়া গিয়াছে। পাঁচ নিশান [ ময়ুরপঙ্খী নৌকা । = উড়াইয়া পাঁচখানা ময়ুরপঙ্খী আসিয়া, ঘাটে লাগিল। - রাজপুত্রেরা তাহাতে উঠিলেন। রাণীরা হুলুধ্বনি দিয়া পাঁচ রাজ পুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন। 浚 WSS