পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,※ --দুধের সাগর দুই রাজকন্যার ঘরে, আর কি ?--সুখের নিশি, সুখের হাট। তা’র পরদিন ভোরে উঠিয়া সকলে দেখে, দেবতার মত মুত্তি দুই সোণার চাঁদ রাজপুত্র রাজার দুই পাশে বসিয়া আছে! দেখিয়া সকল লোকে চমৎকার মানিল । কলাবতী রাজকন্যা বলিলেন,-“উনি বানরের ছাল গায়ে দিয়া থাকিতেন ; কা’ল রাত্রে আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি।” আর এক দেশের রাজকন্যা হীরাবতী বলিলেন,-“উনি পেচার পাখি গায়ে দিয়া থাকিতেন, কা’ল আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি।” শুনিয়া সকলে ধন্য ধন্য করিল। তা’রপর ?--তারপরবুদ্ধর নাম হইয়াছে—বুধকুমার, ভূতুমের নাম হইয়াছে।--রািপকুমার ; রাজ্যে আনন্দের জয়-জয়কার পড়িয়া গেল । তাহার পর, না-রাণী, ছোটরাণী, বুধকুমার, রূপকুমার আর কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা লইয়া, রাজা সুখে দিন টাইতে লাগিলেন । ক V | --O' ܠܐ ܨ . 浚