পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—দুধের সাগর兹 মুনির কাছে আসিয়া বসন্ত, গাছের ফল খায়, সরোবরের জলে নায়, দায়, খাকে । মুনি চারিপাশে আগুন করিয়া বসিয়া থাকেন, কতদিন কাঠ-কুটা ফুরাইয়া যায়-বসন্তের পরণে বাকল, হাতে নড়ি, বনে বনে ঘুরিয়া কাঠ কূটা কুড়াইয়া, মুনির জন্য বহিয়া আনে । [ কাঠ-কুটা বহিয়া আনে। ] তাহার পর বসন্ত বনের ফুল তুলিয়া মুনির কুটীর সাজায় আর সারাদিন ভরিয়া ফুলের মধু খায়। ܖ তাহার পর, সন্ধ্যা হইতে-নাে-হইতে বনের পাখী সব একখানে ? হয়, আপনা-আপনি বাসায় যায়, বসন্ত মুনির পাশে বসিয়া কত 3یبر 苓 s8 শাস্ত্রের কথা, কত 프 এইসব শোনে। এই ভাবে দিন যায়। Ž