পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র ঝুলি ‘বুদ্ধ, তখন আস্তে আস্তে গাছের চারিদিকে ঘুরিয়া আসিয়া, *** এক দৌড় দিল। তাহার কোমরের সূতায় জড়াইয়া, অজগর, কাটিয়া দুইখান হইয়া গেল। তখন বুদ্ধ, গাছে উঠিয়া, পাতার ফল পাড়িয়া, রাজকন্যাকে ডাকিল । রাজকন্যা বলিলেন,-“আর না, সব হইয়াছে। --- এখন চল, গাছের পাতাৰ ফল । তোমার বাড়ী যাইব ।” বুদ্ধ, বলিল,—“না, সব হয় নাই, রাজপুত্রদাদাদিগে আর বুড়ীর কঁথাটি লাইতে হইবে ।” রাজকন্যা বলিলেন “লও।” তখন পাঁচ রাজপুত্র, মাল্লা, মাঝি, ময়ুরপঙ্খী, স-ব লইয়া, ঢোল-ডগর কঁধে, কৌটা। হাতে, মোতির ফুল কাণে, বুড়ীর কঁথা গায়ে বুদ্ধ, গাছেরপাতার-ফল খাইতে