পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

浚 —দুধের সাগর রাজপুত্র দেখেন, রাজার মাথায় রাজছত্ৰ হেলিয়া আছে, দাসীর হাতে চামর ঢুলিয়া আছে,-সাড়া নাই, শব্দ নাই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নোয়াইয়া চলিয়া আসিলেন। আর এক কুঠরীতে গিয়া দেখেন, যেন কত শত প্ৰদীপ৷ একসঙ্গে জ্বলিতেছে-কত রকমের ধন-রত্ন, কত হীরা, কত মাণিক, কত মোতি-কুঠরীতে আর ধরে না। রাজপুত্র কিছু ছুইলেন না ; দেখিয়া, আর এক কুঠরীতে চলিয়া গেলেন । সে কুঠারীতে যাইতে-না-যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হইয়া উঠিলেন। কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে ? রাজপুত্ৰ কুঠারীর মধ্যে গিয়া দেখেন, জল নাই টল নাই, কুঠরীর মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুটিয়া রহিয়াছে! পদ্মফুলের গন্ধে ঘর ‘ম-ম’ করিতেছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়া রাজপুত্র দেখেন, ফুলের বনে সোণার খাট, সোণার খাটে হীরার ডাট, হীরার ডাটে ফুলের মালা দোলান,রহিয়াছে; সেই মালার নীচে, হীরার নালে সোণার পদ্ম, সোণার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায়.না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোণার পদ্মের সোণার পাপড়ির - মধ্যে টুল-টুল করিতেছে । রাজপুত্র মোতির ঝালর হীরার ডাটে