পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--দুধের সাগর S. 8S ভূতুমের মা বলিলেন মা, বুদ্ধর মা কুঁড়েতে ফিরিলেন । দেখিল, দুইখানি সুপারীর ডোঙ্গা ভাসিয়া যাইতেছে। छे !” বলিল,-“উঠ।” শুকপখী নায়ের পাছে ময়ুরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস্মায়ের এই নায়। পুথিবীর যেখানে যে আছ ভগবান'- আমার বাছার তরে দিলাম। এই দুর্ব ধান ৷” “ভূতুম, আমার বাপ ! কি করেছি। পাপ ? কোন পাপে ছেড়ে গেলি, দিয়ে মনস্তাপ ? শুকপন্থী নায়ের পাছে ময়ুরপঙ্খী যায়, আমার বাছা থাকুলে যেতিস্মায়ের এই নায়। পৃথিবীর যেখানে যে আছ ভগবান'- আমার বাছার তরে দিলাম। এই দুর্বাধীন।” w সুপারীর ডোঙ্গা ভাসাইয়া দিয়া কঁাদিতে কঁাদিতে ভূতুমের ( & ) ছুতারের বাড়ী যাইতে-যাইতে পথে ভূতুম, আর বুদ্ধ, বুদ্ধ বলিল, “দাদা, এই তো আমাদের না”; এই নায়ে