পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--দুধের সাগর※一 ŞIK মনে হইল ;—রাজমুকুট ফেলিয়া দিয়া, খাপ তারোয়াল ছুড়িয়া দিয়া, শীত, “ভাই বসন্ত!” “ভাই বসন্ত!” করিয়া ধূলায় লুটাইয়া কঁদিতে লাগিলেন । সৈন্য-সামন্তেরা দেখিয়া অবাক! তাহারা দোল চৌদোল আনিয়া রাজাকে তুলিয়া রাজ্যে লইয়া গেল । (SS) Pজমোতির আলোতে দেশ উজল করিতে করিতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে আসিলেন । রাজ্যের লোক ছুটিয়া আসিল,-“দেখ, দেখ, কে আসিয়াছেন ?” বসন্ত বলিলেন,-“আমি বসন্ত, “গাজমোতি’ আনিয়াছি।” রাজ্যের লোক কঁাদিয়া বলিল,-“এক দেশের শীত রাজা রাজকন্যাকে আটক করিয়া রাখিয়াছেন ।” শুনিয়া, বসন্ত শীতরাজার রাজ্যে গিয়া, তিন সোণার মাছ রাজাকে পাঠাইয়া দিয়া বলিলেন—“রূপবতী রাজকন্যার রাজ্যে দুয়ার খুলিয়া দিতে আজ্ঞা হউক ?” সকলে বলিলেন,-“দেবতা, গজমোতি আনিয়াছেন। তা, রাজা আমাদের, ভাইয়ের শোকে পাগল ; সাত দিন সাত রাত্রি না গেলে তো দুয়ার খুলিবে না।” ত্ৰিশূল হাতে, গজমোতি । মাথায় বসন্ত, দুয়ার আলো করিয়া সাত দিন সাত রাত্ৰি বসিয়া রহিলেন ! ?ܛܛ