পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 兹 S. পদ্ম-লতার পাশে সোণার সাত কলস আঁকিলেন ; কলসের উপর চুড়া, দুই দিকে ধানের ছড়া আঁকিয়া, ময়ুর, পুতুল, মা-লক্ষ্মীর “ সোণা-পায়ের দাগ, এই সব আঁকিয়া দিলেন । তখন মানুষ কঁকণমালাকে ডাকিয়া বলিল,-“ও বঁদি ! এই মুখে রাণী হইয়াছিস ?— হাতের কঁাকণের নাগন দাসী! সেই হইল ।রাণী, রাণী হইলেন দাসী! ভাল চাহ্যিসূ তো, স্বরূপ-কথা ক” ” কঁকণমালার গায়ে আগুনের হালকা পড়িল । কঁকণমালা গজ্জিয়া উঠিয়া বলিল,—“কে রে পোড়ারমুখো, দুর। হ’বি তো হ’ ” জল্লাদকে ডাকিয়া বলিল,—“দাসীর আর ঐ নির্বাংশে’র গর্দান নেও ; ওদের রক্ত দিয়া আমি সুন্নান করিব, তবে আমার নাম কঁকণমালা ৷” জল্লাদ গিয়া দাসী আর মানুষকে ধরিল । তখন মানুষটা পুটুলী খুলিয়া বলিল, “সূতন সূতন নাটখটি রাজার রাজ্যে ঘাটুমটি — সূতন সূতন নেবোর পো, জল্লাদকে, বেঁধে খো৷ ” এক গোছা সূতা গিয়া জল্লাদকে আষ্টে-পৃষ্ঠে বঁাধিয়া থুইল । মানুষটা আবার বলিল,—“সূতন, তুমি কা’র بسته - সূতা বলিল,- “পুট্টলী যার তা’র। " vs. -:ޒާ ※ー