পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-দুধের সাগর S ( ы” ) * পথে যাইতে যাইতে কাঞ্চনমালা, মানুষটির কাছে আপনার দুঃখের কথা সব বলিলেন। শুনিয়া, মানুষ বলিল,— “আচ্ছা ?” রাজপুরীতে গিয়া মানুষ রাণীকে বলিল,—“রাণীমা, রাণীমা, আজ পিটি-কুণ্ডুলির ব্ৰত, রাজ্যে পিটা বিলাইতে হয়। আমি লালসূতা নীলসূতা রঙাইয়া দি, আপনি গে” আঙ্গিনায় আলপনা। দিয়া পিড়ী সাজাইয়া দেন; ও দাসী-মানুষ যোগাড়-যাগাড় দিক্‌ ৷” রাণী আহিলাদে আটখানা হইয়া বলিলেন,-“তা, কেন, হইল-হাইল দাসী, দাসীও আজ পিট করুক।” তখন রাণী আর দাসী দুইজনে পিটা করিতে গেলেন। ও মা ! রাণী যে, পিণ্টা করিলেন,-আস্কে পিট, চ্যাস্কে পিটা, আর ঘাস্কে পিটা !! দাসী,—চন্দ্ৰপুলী, মোহনবাঁশী, ক্ষীর মুরলী, চন্দনপাত এই সব পিটা করিয়াছেন। মানুষ বুঝিল যে, কে রাণী আর কে দাসী। পিটে-সিটো করিয়া, দুইজনে আলপনা দিতে গেলেন। রাণী একমণ চ’ল বাটিয়া সাত কলস জলে গুলিয়া এ—ই এক গোছা শণের কুড়ি ডুবাইয়া, সারা আঙ্গিনা লেপিতে বসিলেন। এখানে এক খাবল দেন, ওখানে এক খাবল দেন । ബ দাসী, আঙ্গিনার এক কোণে একটু ঝাড় ঝুড়ি দিয়া পরিষ্কার করিয়া, এতটুকু চা’লের গুড়ায় খানিকটা জল মিশাইয়া, এতটুকু নেকড়া ভিজাইয়া আস্তে আস্তে, পদ্ম-লতা আঁকিলেন, ۔۔۔۔ 8