পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । ফরাসিদেশীয় সুপ্ৰসিদ্ধ ফেনোেলন পরম প্ৰজ্ঞ, পরম পণ্ডিত ও পরম ধাৰ্ম্মিক ছিলেন । ফ্রান্সের তৎকালীন অধিপতি চতুৰ্দশ লুই ভঁাহার হন্তে নিজ পৌত্রের বিদ্যা ও নীতি শিক্ষার ভার প্ৰদান করেন। ঐ বালক অত্যন্ত উদ্ধত, উচ্ছঙ্খল এবং বিদ্যা ও নীতি শিক্ষা বিষয়ে নিতান্ত অমনোযোগী ছিলেন। ফোনেলন। LuDDDBD DDDBDB DBuBuiBDu BDDDDD BBB BBBBLSS মেকাস রচনা করেন। এই গ্ৰন্থ এত উত্তম যে, ফরাসি ভাষায় এক অত্যুৎকৃষ্ট মহাকাব্য বলিয়া পরিগণিত হইয়া থাকে এবং ইয়ুরোপীয় যাবতীয় ভাষায় অনুবাদিত হইয়াছে। এরূপ উৎকৃষ্ট গ্ৰন্থ বাঙ্গলা ভাষায় অনুবাদিত হইলে অনেক উপকার দর্শিত পারে এই বিবেচনায় কতিপয় বিশেষ বন্ধুর সবিশেষ অনুরোধে আমি ইঙ্গরেজী অনুবাদ দৃষ্টে ফেনেলনের গ্ৰন্থ অনুবাদ করিতে এপ্ৰিবৃত্ত হই । কিন্তু এপ্রৱত্ত হইয়া অলপ দিনের মধ্যেই আমি বিলক্ষণ বুঝিতে পারিলাম। আমার যেরূপ ক্ষমতা ও বাঙ্গলা ভাষার যেরূপ অবস্থা তাহাতে বাঙ্গলা অনুবাদে তদীয় গ্রন্থের চমৎকারিত্ব ও মনোহারিত্ব রক্ষা করা কোন মতেই সম্ভাবিত নহে। ফলতঃ, আমি সবিশেষ পৰ্যালোচনা না করিয়াই এই দুরূহ ব্যাপারে। হস্তাপণ করিয়াছিলাম এবং কিয়াৎ দূর অনুবাদ করিয়া এই দুঃসাধ্য অধ্যবসায় হইতে নিবৃত্ত হওয়াও স্থির করিয়াছিলাম। অবশেষে অনেকের অনুরোধে নিরক্ত হইতে না পারিয়া সম্পূর্ণ সঙ্কুচিত ও সংশয়ারূঢ় চিত্তে কয়েক সর্গের অনুবাদ করিয়াছি, DBBDD DBDDLkuBS gDD DBD DBBt DDu BDBDB LLuDBD