পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। bሥS DBBLL BBD YDBYYS S BDBBYD DBD DDS DBDBDDD যে, তুমি এক জন ভিন্নদেশীয় লোককে সাইপ্রস্ত্রীপনিবাসী বলিয়া এখানে আনিয়া রাখিয়াছ ; তিনি তোমাকে এই আজ্ঞা দিয়াছেন যে, ঐ ব্যক্তিকে অবিলম্বে ধৃত কর ও কোন্য দেশে তাহার নিৱাস নিশ্চয় কর, এ বিষয়ে অণুমাত্র ক্ৰটি ও অষত্ন প্ৰকাশ হইলে তোমার মস্তকচ্ছেদন হইৰেক । বৎকালে রাজপুরুষ এই আজ্ঞা বিজ্ঞাপিত করিতেछिन, ऊर्थन चाबि नांदीप्नद्ध निक बदेहड किश्sि छूद्ध দাঁড়াইয়া তদগত চিত্তে এক অতি সুন্দর, দ্রুতগামী, নুতন জাহাজ দেখিতেছিলাম এবং জাহাজ নিৰ্ম্মাতাকে তদ্বিষয়ক অনেক কথা জিজ্ঞাসা করিতেছিলাম । রাজকীয় আদেশ আশ্রবণমাত্ৰ, নাৰ্বাল যৎপরোনাস্তি তীত হইয়া রাজপুরুষকে উত্তর করিলেন, যে ব্যক্তির উল্লেখ করিাতেছ। সে যথার্থই সাইপ্ৰসূৰীপানিবাসী, আমি অবিলম্বে তাহার অন্বেষণে যাইতেছি। কিন্তু রাজপুরুষ দৃষ্টিপথতীত হইবামাত্র, তিনি আমার নিকটে আসিয়া সমুদায় বৃত্তান্ত অবগত করিলেন। তিনি কহিলেন, টেলিমেকাস ! আমি যাহা ভয় করিয়াছিলাম তাহাই ঘটিয়াছে ; আর আমাদের রক্ষা নাই! যে রাজার অন্তঃকরণ ভয় ও সংশয়ে অহৰ্নিশ কম্পিত হইতেছে, তিনিই তোমাকে সাইপ্ৰিয়ন ময় বলিয়া সন্দেহ করিয়াছেন এবং তোমাকে ধরিয়া দিবার জন্য আমার উপর আজ্ঞা দিয়াছেন ; তাহা না করিলে আমার প্রাণদণ্ড হইবে । এখন আমরা কি করি ? হে জগদীশ্বর ! দৈৰশক্তিপ্ৰভাবে আমাদিগকে এই বিষম বিপদ হইতে পরিত্রাণ কর, নতুবা বঁচিবার আর উপায় > R