পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম সৰ্গ । SS দুরবস্থা দর্শনে দুঃখিত না হইয়া বরং বিলক্ষণ আৰম্ভলাদিত হইলেন । টেলিমেকিস ও তঁহার সহচর তীরে উত্তীৰ্ণ হইবামাত্র, কালিপোসা ভঁাহার সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত ব্যগ্র চিত্তে অগ্রসর হইলেন এবং যেন চিনিতেই পারেন নাই এইৰূপ ভান করিয়া কহিতে লাগিলেন, “ তুমি কে, কি সাহসে এই দ্বীপে উপনীত হইলোঁ; তুমি কি জান না যে অনুমতি ব্যতিরেকে যে যখন আমার অধিকারে আসিয়াছে কেহই সমুহ চিত প্রতিফল না পাইয়া প্ৰতিগমন করে নাই । টেলিBBBDBBD BBDDDD DB LDD BDB DDDBB BDBDDuS রিক আনন্দের উদয় হইয়াছিল। তাহা গোপন করিবার নিমিশুই তিনি এইৰূপ কৃত্রিম কোপের আবিষ্কার ও তিরস্কার করিতে লাগিলেন, কিন্তু তাহা কোন ক্রমেই গোপিত রহিল। না, তদীয় মুখমণ্ডলে সুস্পষ্ট লক্ষিত হইতে লাগিল। টেলিমেকিস। উত্তর করিলেন, তুমি দেবতাই হও বা দেবতার আকারোপলক্ষিতা মানবীই হও, যে কেন হও না , তোমার হৃদয় কখনই পাষাণময় নয় । যে ব্যক্তি অনুদিষ্ট পিতার অন্বেষণার্থ, জীবিতাশায় বিসর্জন দিয়া, সাহসমাত্ৰ সহায় করিয়া, একমাত্র সহচর সমভিব্যাহারে অশেষসঙ্কটস স্কুল দুস্তর জলধি তরঙ্গে আত্মসমৰ্পণ করিয়াছে এবং অবশেষে দৈবদুৰ্ব্বিপাকবশতঃ জলমগ্ন হইয়া, সৌভাগ্যবলে তোমার অধিকারে আসিয়া বহু কষ্ট্রে প্রাণরক্ষা করিয়াছে, তাহার দুঃখে কি তুমি দুঃখিত হইবে না ? কালিপো জিজ্ঞাসা করিলেন কে তোমার পিতা ? টেলিমেকাস কহিলেন, যিনি ট্ৰয়নগর- ক্রমাগত দশ বৎসর অব