পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vovo उyय6 | 8थ वर्ष,-4भ ज९थ]] । আত্মসন্মানজ্ঞানসম্পন্ন লোক দেখেন নাই। তঁহার উপরিস্থ রাজকর্ম্মচারীরা। তাহার কার্য্যনিপুণতাসম্বন্ধে যে সকল প্রশংসার কথা বলিয়াছেন, সে সকলের উল্লেখ নিম্প্রয়োজন। আকারে তিনি সাধারণ দুর্বল বাঙ্গালীর মত ছিলেন না ; পরস্তু গৌরবর্ণ শালপ্রাংশু মহাভুজ ছিলেন। তিনি সর্ব্ববিষয়ে মিতাচারী ছিলেন। তৎকালীন শিক্ষিত বাঙ্গালীসমাজে প্রচলিত পানদোষ তাহার ছিল না । তিনি মিষ্টভাষী, সুলেখক ও সুবক্তা ছিলেন। বন্ধুবৎসল গিরীশচন্দ্রের বন্ধুবাহুল্য সম্বন্ধে তাহার বন্ধু কৈলাসচন্দ্র বলিয়াছেন—তাহার সঙ্গে পথে চলাই দায় ছিল। আত্মীয় ও বন্ধুবর্গের সাহায্য বিষয়ে তিনি মুক্তহস্ত ছিলেনএ বিষয়ে তিনি অনেক সময় মিতাচার্যসীমা লজঘন করিতেন। তঁাহার আয়ের পরিমাণে র্তাহার দান অতিরিক্তই বলিতে হয়। বেশভূষাবিষয়ে তিনি একান্ত অনাড়ম্বর ছিলেন । অতি সাধারণ ঢ়িলা ইজার ও ঢ়িলা-আস্তিন চাপিকান পরিয়া তিনি আফিসে যাইতেন। তঁহার কোন ব্যয়সাধ্য সখ ছিল না। তবে তিনি উদ্যানপ্রিয় ছিলেন। স্ত্রীশিক্ষা প্রভৃতি সংস্কার কার্য্যে তঁহার সহানুভূতি ছিল। অধ্যাপক লবের সহিত পরিচয়ফলে কোমৃতের ধর্ম্মমত র্তাহার হৃদয়ে প্রভাব বিস্তার করিয়াছিল। তিনি অজাতশত্রু ছিলেন বলিলেও অত্যুক্তি হয় না। “হিন্দু পেটিয়ট’ ও ‘বেঙ্গলী’ তাহার কীর্ত্তিস্তম্ভ। প্রথমোক্ত পত্র এখন পূৰ্বগৌরব ভ্রষ্ট হইয়া ভিন্ন পথের পথিক হইয়াছে; আশা করি, শেষোক্ত পত্র দীর্ঘকাল দেশের কল্যাণকর কার্যা করিয়া গিরীশচন্দ্রের স্মৃতি সমুজ্জল রাখিবে। শ্রীদেবেন্দ্রপ্রসাদ ঘোষ } মিত্রতা। ( जश्कृष्ठ হইতে অনুদিত ) नीद्र ७ कीब श्षा क्षेलिहरू छछिल মিত্রসহ সেই মত হ’বে সম্মিলিত । রবি করে শুকাইয়া যায়। যবে নীর বিষাদে কি দুৰ্গম করে বিদীর্ণ শরীর ! শ্রীঅঘোরনাথ বসু কবিশেখর ।