পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, || ফরাসীবিপ্লবের ইতিহাস । । સન્મ সেই মহাপ্রলয়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পাদন পূর্বক শান্তিসংস্থাপন করিয়াছেন। এইক্ষণ কি পুনর্বার জনসাধারণের উত্তেজনায় অদৃষ্ট, অজ্ঞাতগর্ভ বিপ্লব-সমুদ্রে লম্ফ প্রদান পূর্বক যথাসর্ব্বস্ব বিসর্জন দিবেন ? জ্ঞান-প্রদর্শিত পন্থা এবং শান্তিমূলক নীতি অনুসরণ পূর্বক আপনার এযাবৎ কার্য্য করিয়াছেন ; ফরাসী জাতিকে স্বাধীনতারূপ মহাৰ্ঘ্য রত্ন প্রদান করিয়া জগতের শ্রদ্ধা আকর্ষণ করিয়াছেন । সেই সর্ব্বজনবাঞ্ছিত স্বাধীনতা বিসঅর্জন দিয়া যাদৃচ্ছিাচার প্রবর্তন পূর্বক শোণিত-প্রবাহে ধরা কলুষিত করিবেন। না । অদ্য যাহার রাজার প্রতি দণ্ডাজ্ঞা প্রচারের নিমিত্ত অযথা ব্যগ্রতা প্রদৰ্শন করিতেছেন, কালক্রমে তাঁর্তাহাদের অভীষ্টসাধনে কোন প্রকার বিন্ন ঘটিলে তঁাহারা আপনাদের প্রতিও দণ্ডাজ্ঞা প্রচারে পরাত্মখ হইবেন না। অতএব তিলাৰ্দ্ধকাল বিলম্ব না করিয়া আপনারা বিপ্লবের গতিরোধ করুন ; নতুবা এই মহাবিপ্লব প্রচণ্ড শক্তি ধারণ পূর্বক অচিরে ফরাসিরাজ্য গ্রাস করিবে।” রাজপরিবারবর্গের বিরুদ্ধাচারী সভ্যগণ তর্কে পরাস্ত হইলেন । সাত জন ভিন্ন সকলেই মহামতি বার্নেভোর যুক্তির অনুমোদন করিলেন। সুতরাং হতভাগ্য রাজা ও রাণী কিয়দিবসের নিমিত্ত নিয়তির হস্ত হইতে পরিত্রাণ পাইলেন । কিন্তু জেকবিনগণ রুষ্ট ও অসন্তুষ্ট হইয়া ইতর সাধারণকে উত্তেজিত করিতে লাগিলেন । অচিরে রাজাকে রাজপদ হইতে অবসর প্রদানের নিমিত্ত আবেদন পত্র প্রস্তুত হইল। জেকবিন সভাসমূহ তৎপ্রতি যথাযোগ্য । সম্মান প্রদৰ্শন করিতে অস্বীকৃত হইলেন। চলচ্চিত্ত ইতর সাধারণ তােদাষ্টে যাদৃচ্ছিাচার ও উচ্ছঙ্খলতা আরম্ভ করিল। কিন্তু জাতীয় সমিতি দৃঢ়ভাবে কার্য্য করিতে লাগিলেন । সেনাপতিপ্রবর ল্যাফাইটি সমিতির আদেশক্রমে জাতীয় সৈন্যগণের সাহায্যে সর্বত্র শান্তি ও শৃঙ্খলা সংস্থাপিত করিলেন। রাজকুলের যথেচ্ছাচার নিবারণ পূর্বক ফরাসী দেশের শাসনশক্তি অভিনব প্রকারে প্রতিষ্ঠিত করিয়া, এবং ইতর সাধারণের উদ্ধৃঙ্খলতা নিবারণ পূর্বক সমগ্র দেশে শান্তি সংস্থাপন করিয়া-জাতীয় সমিতির সভ্যমণ্ডলী সেই বিরাট সভা ভঙ্গ করিলেন। সভা ভঙ্গকালে তঁাহারা সকলেই নিঃস্বার্থ ভাবে এইরূপ প্রতিজ্ঞা করিলেন যে, তাহারা কেহই পুনর্বার সমিতির সভ্য9 १iश्व कgिदन न । শ্রীসুরেন্দ্রনাথ ঘোষ ।