পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S DSuS SBBDBtBS S L iiSAyu BDDBLSS অল্পবুদ্ধি লোকের প্রতিমাই দেবতা, আর জ্ঞানবানের দেবতা সর্বত্র। ভাগবত বলিয়াছেন,- আর্চাদবর্চায়েত্তাবন্দীশ্বরং মাং স্বকর্ম্মকৃৎ । যাবয়বেদ স্বহৃদি সর্ব্বভূতেশ্ববস্থিতম্। আমি সর্ব্বভুতে অবস্থিতি করিতেছি, লোক এই তত্ত্ব যত দিন পর্যন্ত হৃদয়ে মর্ম্মে মর্ম্মে বুঝিতে না পরিবে, তাবৎ স্বকর্ম্মে রত হইয়া প্রতিমাদিতে আমার পুজা করিৰে। তন্ত্র বলিতেছেন এবং গুণানুসারেণ রূপাণি বিবিধানি চ । কল্পিতানি হিতার্থীয় ভক্তনামায়মেধসাম৷ এইরূপে গুণ অনুসারে অল্পবুদ্ধি ভক্তদিগের হিতার্থ মহামায়ার রূপ কল্পিত হইয়াছে। গুণ। বলিলে সত্ব, রজঃ ও তমঃ এই তিন গুণ বুঝায়। সত্বগুণের স্বভাব সুখ, রজোগুণের দুঃখ ও তমোগুণের স্বভাব মোহ। সাত্বিক S DBD DDD tL BBBS BDBBBD DDB DBDBDBDSDBDD SDg BDBDBS DBDBBDDS সিক ব্যক্তি মুগ্ধ, নিশ্চেষ্ট ও দাস্তিক হয়। ইহা ভিন্ন সত্বগুণের আরও কয়েকটি স্বভাব আছে। যথা—প্রকাশ, লাঘব, প্রসাদ, জ্ঞান, মেধা, বুদ্ধি, ধৈর্য্য ইত্যাদি। প্রতিভা ও বুদ্ধিমত্তা সত্বগুণের ধর্ম্ম। সেইরূপ রজোগুণের ধর্ম্ম ঢাঞ্চল্য, শৌর্য্য, বীর্য্য, তেজ, যত্ন, কার্য্যকুশলতা, চতুরতা, প্রভুত্ব-প্রিয়তা, কামাদির আধিক্য, সুখেচ্ছ, ঐশ্বর্য্যাদির জন্য ব্যাকুলত প্রভৃতি। তমোগুণের ধর্ম্ম নিদ্রা, তন্দ্রা, জাড্য, ভ্রান্তি, ঋপুবশত, সঙ্কীর্ণতা, স্বার্থপরতা, অদুরদর্শিতা, শঠতা, নিষ্ঠুরতা, মুর্থতা, আড়ম্বরূ-প্রিয়তা প্রভৃতি। মানুষ মাত্রেরই এই তিন গুণ আছে। কিন্তু কাহারও তিন গুণ সমান নাই। কারণ গুণ-বৈষম্য হইতেই সৃষ্টি। মানুষ যখন অত্যন্ত অসভ্য, অশিক্ষিত বা মূখ্য থাকে, তখন তাঁহাদের তমোগুণ অত্যন্ত অধিক, রজোগুণ তাহা অপেক্ষা অল্প এবং, সত্ত্বগুণ নিতান্তই অল্প থাকে। তাহাদের বুদ্ধির বিশেষ বিকাশ হয় না। ইহাদের ধর্ম্মবুদ্ধি প্রায় স্মৃর্ত্তি পায় না। নিষ্ঠুরতা-প্রকাশে ইহারা আনন্দ বোধ করে ; সকল কাষে আড়ম্বর অত্যন্ত ভালবাসে। ইহাদিগের ধর্ম্মবুদ্ধি উদবুদ্ধ করিতে হইলে, সেই ধর্ম্মানুষ্ঠান আড়ম্বর ও জাকজমকপূর্ণ DB DS BBD DDD DDDD BDDB BBB BD DBDDB BE দেয়, তখন অতি অল্পে অল্পে ধর্মের কথা তাহাদের মনের মধ্যে প্রবিষ্ট করিয়া দিতে হয়। সেই ধর্ম্মের কথায় মারামারি কাটাকাটির কথা, বিস্ময়জনক