পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালক বলিল,-“এ স্থান হইতে এক ক্রোশ দূরে একটি গান্ধাবাসঃ আছে ; আর এই প্রদেশের রাজার প্রাসাদও এ স্থান হইতে অধিক দ্বন্ধ নহে। কিন্তু আপনারা যেরূপ ক্লান্ত হইয়া পড়িয়াছেন দেখিতেছি, তাহাতে । আপাততঃ অন্য কোথাও যাইবার প্রয়োজন নাই। আমি রাজার এক , পাচকের পুত্র। দুরে ঐ যে শস্যক্ষেত্র দেখিতেছেন, ঐ স্থানে রাজার চারি জন৷ ” ভূত্য আজি কৃষিকার্য্য পর্য্যবেক্ষণে গিয়াছে ; আমি তাহদের জন্য আহার্য : লইয়া যাইতেছিলাম। এই অপকৃষ্ট খাদ্যে যদি আপনাদের রুচি হয়, তাহt", হইলে ইহা আপনারা এখন স্বচ্ছন্দে ভোজন করিতে পারেন ; আমি এখনই। আবার উহাদের জন্য খাবার লইয়া আসিতেছি।” এই বলিয়া বালক সেই । আহার্য্য দ্রব্যের পাত্রটি গিরণের সম্মুখে স্থাপিত করিল। গিরণের আর তখন বিচার করিবার ক্ষমতা বা অবসর ছিল না। তিনি । বালকের প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিলেন,-“বেশ কথা ; খাবার। দুই ভাগ করিয়া ফেল,-এক ভাগ ঐ রমণীকে দাও, অপর ভাগ আমি | লাইতেছি। আর তোমার পুরস্কার স্বরূপ এই দুইটি অশ্বের যেটি তোমার हैछ यांछिश व्8 ।” . . . বালক বিক্ষিত হইয়া বলিল—“সে কি, মহাশয় ? এ খাবারের মূল্য অ কিছুই নহে। ইহার জন্য আমাকে এই বহুমূল্য অশ্ব দিতেছেন কেন ? আর আমি ইহা লইয়াই বা কি করিব ? লোক সন্দেহ করিবে, আমি ইহা চুরি ; . . "... ** բ করিয়াছি।” গিরণ বলিলেন,-“তোমার কোন ভয়ের কারণ নাই। যদি কেহ জিজ্ঞাসাt. করে, এ অশ্ব তুমি কোথায় পাইলে ? বলিও, রাজকুমার গিরণ তোমাকে । দিয়াছেন। নিজে যদি ব্যবহার করিতে না পাের, বিক্রয় করিয়া ফেলিও; } বালক যে তখন কি করিবে তাহা ঠিক করিয়া উঠিতে পারিতেছিল । না। সে রাজকুমারকে সেই অবস্থায় দেখিয়া কাষ্ঠ-পুত্তলিকার মুক্ত । দাড়াইয়া রহিল। " - - তাহাকে তদাবস্থায় দেখিয়া তিনি বলিলেন-“যাও, আর বিলম্ব করিও । t না। বেচারাদের খাবার আমরা খাইয়া ফেলিলাম ; উহাদের জন্য পুনরায় শীঘ্র । খাবার লইয়া আইস।” . . . ৰালক আর দ্বিরুক্তি না করিয়া অশ্ব লইয়া চলিয়া গেল। . . . . . . ' '