পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ક્ત আর্য্যাবর্ত্ত । 8ፋ ማቘ ቁ& ሻማm প্রস্তুত হইবার পর তাহার লালন-পালনের সমন্ত ভাৱধাত্রীর উপর, “গর্ভধারিণী স্তনপান পর্যন্ত করান না। ধাত্রী আপনার সন্তানকে জন্মের মত ত্যাগ করিয়া আইসে। সে দরবারে প্রবেশ করিলে আর সহজে নিভৃতি পায় না। DBDBDBtD DB BBBDSDBDDBDB BDBDBBDBD DDD D DBB SDDDB DDB BBDSDD DDBDB DBDBD KES S DD DBBB BDBDBDBB S পতিত হইলে পত্নীরূপে গৃহীত হয় এবং তদবধি "নানি-মা’ বলিয়া খ্যাত হয়। নানি-মা’দের গর্ভে যে সন্তানাদি জন্মগ্রহণ করে তাহারা সেই বংশেরই বলিয়া পরিচিত হয় ; প্রেত-কার্য্যাদিতে কেবল তাহদের অধিকার থাকে না । পাল্লার শমশেরবংশের একজন এই শ্রেণীভুক্ত ছিলেন ; সকলেই তঁাহাকে ঘূণা করিত। তিনি এক ব্রাহ্মণ-তনয়ার প্রণয়-পাশে বদ্ধ ছিলেন বলিয়া কাটামুণ্ড হইতে নির্বাসিত হয়েনি। আমার ছাত্রদের মাতার অপেক্ষ ধাত্রীদের প্রতি অধিক অনুরাগ ছিল। । নানি-মা’দের পরেই আর এক শ্রেণীর দাসী আছে। তাহদের কোটী কহে। শুনিলাম কৌটী হইতে নানি-মা ও পরে রাণী-মা পর্য্যন্ত হওয়া যায়। কোটীরা সাধারণ দাসী-বৃত্তি করে। সন্ধ্যার সময় গান করা ইহাদের এক নির্দিষ্ট কায । DBBDB sDLD BBDBB LLBD DBLDSS DBBDDDDL SDD KSDDSBD BDDBB DBz DBB DBBD BB DS SDD অপেক্ষা দাসীর মূল্য অধিক। অবস্থা মন্দ হইলে তাহারা নিজ সন্তান বিক্রয় করে, অনেক সময় মুক্ত করিতে পারে না। অনেকে দাসদাসী ক্রয় করিয়া বিবাহ দেন এবং তাহদের সন্তানাদি হইলে তাহারা বংশানুক্রমে প্রতিপালিত হয়। কৃতদাস মূল্য ফেরৎ দিলেই মুক্ত হয়। কিন্তু কৃতদাসের গর্ভের সন্তানাদি কখনও মুক্তি লাভ করে না। দাসীরা প্রভুর সন্তান গর্ভে ধারণ করিলে তাহাদের পদমর্যাদার বৃদ্ধি হয়। নেপালীরা দাসদাসীর বিশেষ কষ্ট অনুভব করে বলিয়া মনে হয় না। . নেপালী রাজবংশীয়রা ক্ষত্রিয়। উদয়পুর রাজবংশোদ্ভব মহারাজ । পৃথীনারায়ণ যখন নেপাল জয় করেন তখন হইতে ইহাদের প্রভাববৃদ্ধি হইতে লাগিল। মুসলমানদিগের অত্যাচারুভয়ে রাজপুতরা নেপালে পলায়নপূর্বক ... “গোরখািজল’ নামক পর্বতদেশে বাস করে এবং তদবধি “গুর্থ” নামে খ্যাত হয়। নেপালের আদিম নিবাসীদিগের মধ্যে নেওয়ায় জাতি সর্বপ্রধান ।