পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

virt, SV Ro i সবাজী । S84 কয়েক মাস ফসল উৎপন্ন করিলে চলিবে না। আর বৈজ্ঞানিক অনুসন্ধানফলে যদি ইহার ত্বক হইতে সূক্ষ্ম সুতা নিৰ্গত হয় তাহা হইলে অনাদৃত ঢ্যাড়শের চাষে আমাদের মনযোগ দেওয়া আবশ্যক বলিয়া বোধ হয়। এই জন্য ইহার চাষের জন্য নানা উপায় অবলম্বন করিতে হইবে । বর্ষান্তে ফসল লইয়া গাছ ছাটিয়া উহার গোড়া উষ্কাইয়া আলগা করিয়া তাহাতে সার প্রয়োগের পম জলসেচন করিলে একাদিক্রমে অনেক দিন ফসল পাওয়া যায় । অনেক দিন ধরিয়া ফসল পাইতে হইলে চৈত্র হইতে জ্যৈষ্ঠ মাসের মধ্যে ৩ সপ্তাহ অন্তর বীজ বপন করিলেও চলে । * অ্যানহয় ও নব্য হয় ৪-ঢ্যাড়শ চাষের আয় ও ব্যয় ঠিক করিয়া বলা যায় না ; কারণ লাভকার ব্যবসা-হিসাবে , ইহার চাষ কেহ করেন না-মাঠে অন্য গাছের সহিত এই সবজী লাগাইয়া থাকেন। কিম্বা টুকরা জমীতে কোনও যত্ন না লইয়া ইহা পুতিয়া থাকেন এবং আয় ও ব্যয়ের কোন হিসাব রাখেন না। তবে দেখা গিয়াছে যে, একর প্রতি ১০,১২২ টাকা খরচ করিয়াকেবল ফল বিক্রয় করিয়া ৩০|৩৫২ টাকা বেশ লাভ থাকে। ভচ্যাভেশ্রেণৱ পোকা ঃ-দুই প্রকার পোকা ঢাড়শের অত্যন্ত ক্ষতি করে। ইহাদের চিত্র এই সঙ্গে দেওয়া হইল । ইংরাজীতে ইহাদিগকে Spotted Ball Worms 1 (2 q8 fast Ci-sf 438 stfs(Genus) ভুক্ত। ইহার একই সময়ে ফসলের ক্ষতি করে ও ইহাদের ডিম, কীড়া ও পুত্তলি অবস্থার কাল প্রায় একই রকমের । একের প্রজাপতির সম্মুখের ডানা উজ্জ্বল সবুজ বর্ণের, অপরের পোকা কতকটা কটা রঙ্গের হয়। উভয়ের বর্ণের অত্যন্ত পরিবর্তন হয় । ইহাদের স্ত্রী প্রজাপতি গাছের ডগায়, ফুল কিম্বা ফলের উপর ডিম পাড়িয়া যায় ; ৪৫ দিনের মধ্যেই ডিম ফুটিয়া কীড়া বাহির হয় এবং ডগা, স্কুল ও ফলের ভিতর ছিদ্র করিয়া প্রবেশ করে। কীড়াগুলির গাত্রে শুয়া থাকে। ফলের ভিতরে বীজই উভয়ের প্রধান খাদ্য । ইহার একটি ফল নষ্ট করিবার পর অপর ফলে গমন করে। বড় কীড়া ফলের মধ্যে ঢুকিলে ফলের গাত্রে একটি ছিদ্র দেখা যায় এবং প্রায় ভিতর হইতে এক প্রকার ধূসর বর্ণের আটা নিৰ্গত হয়। ইহার সহিত এই পোকার বিষ্ঠাও মিশ্রিত থাকে। ১৫ দিনের মধ্যেই কীড়াগুলি পুর্ণাবয়ব প্রাপ্ত হয় ও ঔ ইঞ্চ লম্বা হয় ; ইহাদের গাত্রের বর্ণ সবুজ, সাদা ও কাল মিশ্রিত এবং কমলা রঙ্গের ছিট যুক্ত, মাথার বর্ণ কাল। ইহারা গাছে কিম্বা মাটীতে ধূসর বর্ণের গুটী করিয়া তন্মধ্যে পুত্তলি করে। গাছের ডগা শুকাইতে আরম্ভ হইলে একটু নিম্ন হইতে ডগগুলি কাটিয়া পুড়াইয়া দিলে পোকার বংশ বাড়িতে পায় না । যে ফল শুকাইয়া যাইতেছে কিম্বা যাহা মাটীতে পড়িয়া গিয়াছে ও যে সকল ফলের গাত্রে ছিদ্র দেখিতে পাওয়া যায়। এইরূপ সমস্ত চ্যাড়শ ও মাঠের শুষ্ক পাতা মধ্যে মধ্যে পোড়াইয়া

  • Gill's Indian Vegetable Garden,