পাতা:আর্য্যাবর্ত্ত (চতুর্থ বর্ষ).pdf/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Š9@ህ” আর্য্যাবর্ত্ত ৪র্থ বর্ষ-৪র্থ সংখ্যা । LLMLLLLLLLLTLLLLSLLLLLLLL LLLLLLLL0LLLLLLL LL LLL LLLLLG SLLL LTLLLLS LLL LLTLLLLSLLLTALL LLMLELSLTLSSLSLSSL দেশ শুনিতে চাহি না।” জানালার দিকে মুখ ফিরাইয়া লইয়া দ্রুত কর্কশকণ্ঠে শচীশ কথাগুলি বলিয়া গেল ! “এত দুর!--আচ্ছা, দেখা যাউক, চাকা ঘুরে কি না,”—বলিয়া যতীশ দ্রুতপদে চলিয়া গেল । বীরেন্দ্র শচীশের মুখের দিকে চাহিয়া দেখিল, একটা তীব্র উপেক্ষার হাসি তাহার ওষ্ঠপ্রান্তে ফুটিয়া উঠিয়াছে। বীরেন্দ্র একটু অগ্রসর হইয়া গিয়া শচীশের হাত ধরিল ; কহিল, - “ চল শচীশ, একটু ঘুরিয়া আসি।” “চল।”—শচীশ ও বীরেন্দ্র বাসা হইতে বাহির হইয়া গেল । রাস্তায় তাহাদের মধ্যে বিশেষ কোনও কথা হইল না। যখন তাহারা মেসে ফিরিয়া আসিল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে । দুই জন রঙ্গালয়ে যাইবে । বীরেনের ইচ্ছা ছিল, যতীশকে ও ডাকিয়া লয় ; শচীশের ভয়ে পারিল না । তাহার। তিন জন এ পর্য্যন্ত বরাবরই একত্রে অভিনয় দেখিতে গিয়াছে । আজিষ্ট প্রথম সেই নিয়মের ব্যতিক্রম ঘটিল । DLDBS BDBBDYS DBBBSDD S KBBSDS aBBJ S S BuBuBDBSuBBBBBS SDBDS यानिलाश, छाल ब्लाहिउाछ मा !"

  • াবপ্রবণ শচীশের মুখে একটা বড় শক্ত কথা আসিতেছিল,---কথাটা চাপিয়া সে কহিল, “তাড়াতাড়ি চল, শেষে টিকেট পাওয়া যাইবে না।”

রঙ্গমঞ্চে দৃশ্যের পর দৃশ্য উদঘাটিত হইগেছিল ; নানা ঘটনার সমাবেশ ও অভিনয়-চাতুর্য্য দর্শকগণের মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি করিতেছিল। বদ্ধমুষ্টি শচীশ একাগ্রামনে, বিস্মফারিতনেত্রে অভিনয় দেখিতেছিল। তাহার ভাবপ্রবণ তরুণ হৃদয়ের মধ্যে এক অননুভূতপূর্ব্ব উত্তেজনা জাগিয়া উঠিতেছিল । অভিনয় শেষ হইল,-নায়কের দুর্ভাগ্যে শচীশের হৃদয় বেদনাপ্নত হইয়া উঠিল--একটি করুণ রাগিণী তাহার মর্ম্মবীণায় ঝঙ্কত হইয়া উঠিতেছিল। ( ? ) সকালে বীরেন্দ্র আসিয়া শচীশকে ডাকিয়া উঠাইয়া কহিল, - “যতীশ 5f fist(g " নিদ্রাভঙ্গের পরই বীরেনের দেওয়া সংবাদে শচীশ ব্যথিত হইল । শচীশ কহিল,-“কোথায় গিয়াছে ?”